ফকির হাসান ও সোহাগ মোল্লা : মঙ্গলবার সকালে মোংলার জয়মনিরঘোল এলাকায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক শেষে তিনি তিনি একথা বলেন।
আর্ল রবার্ট মিলার বলেন, জীবনে এই প্রথম সুন্দরবনে এসে আড়াই দিন থাকলাম। এটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা
তিনি বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়, এটা বিশ্বের সম্পদ। সুন্দরবন ও তার জীববৈচিত্র বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ অন্যান্য অনেক সংস্থা কাজ করছে।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত মোংলার জয়মনিরঘোলে টাইগার টিমের বাঘ তাড়ানো কার্যক্রম দেখেন। এছাড়া ওয়াইর্ল্ড টিম, টাইগার টিম, ইউএসআইডি ও সিএমসি সংগঠনের সঙ্গে বৈঠক করেন।
আর্ল রবার্ট মিলার জানান, যুক্তরাষ্ট্র সরকার জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন রক্ষায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে ফান্ড দিচ্ছে। উপক‚লীয় এলাকার মানুষও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে যাচ্ছে।
সুন্দরবনে বাঘের সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে। যা এদেশের শিশুসহ বিশ্বের সব শিশুদের জন্যে বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্যে আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত ।
২৬ জানুয়ারি হেলিকপ্টারে মোংলায় আসেন আর্ল রবার্ট মিলার। আড়াইদিন বিলাসবহুল লঞ্চে সুন্দরবনের বিভিন্ন স্পট ঘুরে দেখেন তিনি। মঙ্গলবার দুপুরে জয়মনিরঘোল থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। সম্পাদনা : মুরাদ হাসান