আক্তারুজ্জামান : দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে সেমিফাইনালে নাম লিখিয়েছেন রজার ফেদেরার। দ্বিতীয় কোয়ার্টারে সহজ জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম সেমিতে ফেদেরারের বিরুদ্ধে খেলবেন জোকার। ৩০ জানুয়ারি আসরের প্রথম সেমিতে মুখোমুখি হবেন জোকার ও ফিডেক্স।
মঙ্গলবার মেলবোর্নের রেড লেভার আরিনাতে পুরুষ এককে কানাডার প্রতিদ্বন্দ্বী মাইলাস রাউনিককে তিন সেটের ৬-৪, ৩-৬ ও ৭(৭)-৬(১) গেমে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছেন সার্বিয়ান তারকা জোকার।