শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে খাওয়া-দাওয়া কমাতে বললেন প্রধানমন্ত্রী

শিউলী আক্তার : দেশনেত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি পারিবারিক বন্ধন রয়েছে সেটি কারোই অজানা নয়। সেটি নতুন করে আবারো প্রমাণ করেছে। কয়েকদিন আগে সাকিবের বাসায় নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই খাবার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সাকিব ও তার স্ত্রী শিশির। ছবির সঙ্গে আবেগঘন স্ট্যাটাসও পোস্ট করেন তারা।

গত শনিবার পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলেন সাকিব। ওই সৌজন্য সাক্ষাতে সাকিবের সঙ্গে প্রধানমন্ত্রীর কি কথা হয়েছে সেটি প্রকাশ না করলেও মাননীয় মন্ত্রী যে সাকিবকে ফিটনেস ঠিক রাখতে খাওয়া-দাওয়া কমাতে বলেছেন তা স্থানীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে শিশির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে বলেছেন, ‘তোমার ওজন এতো বাড়িয়েছো কেনো? ওজন কমাও। খাওয়া-দাওয়া বন্ধ করো। ফিটনেস ঠিক রাখো।’

কিন্তু আপাদত যেহেতু খেলার মধ্যে নেই, সাকিব এখনই খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ আনতে চাইছেন না। প্রধানমন্ত্রীকে নাকি হাসতে হাতে তিনি সেটি বলেছেনও। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে শিশির জানান, ‘ও তখন বলেছে, আর মাত্র কয়েকটা দিন একটু খাবো। এরপর ফিটনেস শুরু। আর খাবো না।’

প্রসঙ্গত, জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আইসিসির নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব। আইসিসির নিয়ম মানলে চলতি বছরের শেষের দিকে আবারো ২২ গজে ফিরবেন এই অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়