শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে খাওয়া-দাওয়া কমাতে বললেন প্রধানমন্ত্রী

শিউলী আক্তার : দেশনেত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একটি পারিবারিক বন্ধন রয়েছে সেটি কারোই অজানা নয়। সেটি নতুন করে আবারো প্রমাণ করেছে। কয়েকদিন আগে সাকিবের বাসায় নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আর সেই খাবার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সাকিব ও তার স্ত্রী শিশির। ছবির সঙ্গে আবেগঘন স্ট্যাটাসও পোস্ট করেন তারা।

গত শনিবার পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেছিলেন সাকিব। ওই সৌজন্য সাক্ষাতে সাকিবের সঙ্গে প্রধানমন্ত্রীর কি কথা হয়েছে সেটি প্রকাশ না করলেও মাননীয় মন্ত্রী যে সাকিবকে ফিটনেস ঠিক রাখতে খাওয়া-দাওয়া কমাতে বলেছেন তা স্থানীয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে শিশির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে বলেছেন, ‘তোমার ওজন এতো বাড়িয়েছো কেনো? ওজন কমাও। খাওয়া-দাওয়া বন্ধ করো। ফিটনেস ঠিক রাখো।’

কিন্তু আপাদত যেহেতু খেলার মধ্যে নেই, সাকিব এখনই খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ আনতে চাইছেন না। প্রধানমন্ত্রীকে নাকি হাসতে হাতে তিনি সেটি বলেছেনও। স্থানীয় এক সংবাদ মাধ্যমকে শিশির জানান, ‘ও তখন বলেছে, আর মাত্র কয়েকটা দিন একটু খাবো। এরপর ফিটনেস শুরু। আর খাবো না।’

প্রসঙ্গত, জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আইসিসির নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব। আইসিসির নিয়ম মানলে চলতি বছরের শেষের দিকে আবারো ২২ গজে ফিরবেন এই অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়