আফজাল হোসেন, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গোয়ালঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পাচুলটিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ফেরদৌস(৩৫)পাচুলটিয়া গ্রামের শামসুল হকের ছেলে। সে সকাল আনুমানিক ৬ টার দিকে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিলো।পরে পরিবারের লোকজন বহু খোজাখুঁজি করে গোয়ালঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহের সন্ধান পায়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন