শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস্কেটবল কিংবদন্তির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মেসি-রোনালদো

স্পোর্টস ডেস্ক : গতকাল রোববার স্থানীয় সময় সকাল ১০ টায় ক্যালিফোর্নিয়ার কালাবাসাসের পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন যুক্তরাষ্ট্রের সাবেক কিংবদন্তি কোবি ব্রায়ান্ট। এই দুর্ঘটনায় মারা যান ব্রায়ান্টের মেয়ে জিয়ান্নাও। যার বয়স ছিলো মাত্র ১৩ বছর।

সাবেক এই কিংবদন্তির মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছে গোটা ক্রীড়াবিশ্ব। তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ফুটবলের দুই সেরা তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

এক টুইট বার্তায় মেসি লেখেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। কোবির পরিবার এবং বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা থাকবে। তোমার সাথে দেখা হওয়া এবং সময় কাটানো আমার কাছে অনেক বেশি কিছু ছিলো। পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে তুমি ছিলে অন্যতম!’

অপরদিকে রোনালদোও তার শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি জানান, ‘কোবি এবং তার মেয়ে জিয়ান্নার মৃত্যুর সংবাদ শুনে বড়ই ব্যথিত হয়েছি। সে একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন, এবং অনেকের কাছে ছিলেন স্বপ্নের নায়ক। তার পরিবারের প্রতি সমবেদনা এবং এই দুর্ঘটনায় নিহত সকলের পরিবারের প্রতি ভালোবাসা থাকবে। ভালো থাকবেন কিংবদন্তি!’

এছাড়া লিলকে জোড়া গোলে হারানো পিএসজির তারকা ফুটবলার নেইমার তার গোলগুলো কেবিকে উৎসর্গ করেছেন।

ব্রায়ান ছিলেন এনবিএর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। লস অ্যাঞ্জেলসে লেকারসের হয়ে দুই দশক খেলেছেন সাবেক এই বাস্কেটবল তারকা। ২০১৬ সালে তিনি অবসরে যান। পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ব্রায়ান্ট।

২০০৮ ও ২০১২ সালে যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে সোনাও জিতেছিলেন ব্রায়ান্ট। এ ছাড়া ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য জিতেছিলেন অস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়