নারায়ণগঞ্জ প্রতিনিধি: শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনে একটি কাভার্ডভ্যানের হেলপারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাগর ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের ছেলে।
মেঘনা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শরীফ আহমেদ বাংলানিউজকে জানান, হত্যাকারীদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। সম্পাদনা: জেরিন