শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ মুসলিম যাত্রীকে নামিয়ে দেয়ায় ডেলটা এয়ারলাইন্সকে ৫০ হাজার ডলার জরিমানা

ইয়াসিন আরাফাত : মার্কিন পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান থেকে নামিয়ে দিয়ে ওই যাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় এবং বৈষম্যবিরোধী আইন লঙ্ঘন করায় ডেলটা এয়ারলাইন্সকে এ জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বলছে, এই জরিমানা ভবিষ্যতে ডেল্টা ও অন্যান্য বিমান সংস্থাকে এ ধরনের অনৈতিক আচরণের ব্যাপারে সতর্ক করবে। এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ২৬ জুলাই প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে ডেলটা এয়ারলাইন্সের ফ্লাইট-২২৯ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক এক মুসলিম দম্পতিকে নেমে যেতে বলা হয়। বিমানটির আরেক যাত্রী ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছে অভিযোগ জানিয়ে বলেন, ওই মুসলিম দম্পতির আচরণ তাকে ‘অস্বস্তিকর পরিস্থিতি’তে ফেলেছিলো।

ওই ফ্লাইটের পাইলট এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানান, ওই দম্পতি যুক্তরাষ্ট্রে নিজেদের বাড়িতে ফিরছিলেন। এর আগে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। কিন্তু নিরাপত্তা বিভাগের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরও পাইলট তাদের বিমান রাখতে আপত্তি জানান।

এছাড়া  ২০১৬ সালের ৩১ জুলাই আমস্টারডাম থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়া ফ্লাইট ৪৯-এর এক মুসলিম যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেয়া হয়।

মার্কিন যোগাযোগ বিভাগ তাদের বিবৃতিতে বলেছে, ওই যাত্রীরা মুসলিম না হয়ে যদি অন্য কোনো ধর্মের হতো, তাহলে তাদের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ করা হতো না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়