শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ মুসলিম যাত্রীকে নামিয়ে দেয়ায় ডেলটা এয়ারলাইন্সকে ৫০ হাজার ডলার জরিমানা

ইয়াসিন আরাফাত : মার্কিন পরিবহন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান থেকে নামিয়ে দিয়ে ওই যাত্রীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করায় এবং বৈষম্যবিরোধী আইন লঙ্ঘন করায় ডেলটা এয়ারলাইন্সকে এ জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার বলছে, এই জরিমানা ভবিষ্যতে ডেল্টা ও অন্যান্য বিমান সংস্থাকে এ ধরনের অনৈতিক আচরণের ব্যাপারে সতর্ক করবে। এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ২৬ জুলাই প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে ডেলটা এয়ারলাইন্সের ফ্লাইট-২২৯ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক এক মুসলিম দম্পতিকে নেমে যেতে বলা হয়। বিমানটির আরেক যাত্রী ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছে অভিযোগ জানিয়ে বলেন, ওই মুসলিম দম্পতির আচরণ তাকে ‘অস্বস্তিকর পরিস্থিতি’তে ফেলেছিলো।

ওই ফ্লাইটের পাইলট এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানান, ওই দম্পতি যুক্তরাষ্ট্রে নিজেদের বাড়িতে ফিরছিলেন। এর আগে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। কিন্তু নিরাপত্তা বিভাগের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরও পাইলট তাদের বিমান রাখতে আপত্তি জানান।

এছাড়া  ২০১৬ সালের ৩১ জুলাই আমস্টারডাম থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়া ফ্লাইট ৪৯-এর এক মুসলিম যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেয়া হয়।

মার্কিন যোগাযোগ বিভাগ তাদের বিবৃতিতে বলেছে, ওই যাত্রীরা মুসলিম না হয়ে যদি অন্য কোনো ধর্মের হতো, তাহলে তাদের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ করা হতো না।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়