শিরোনাম
◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা  

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার সত্তার সুর নিশিন্দারা

 

ফারুক ওয়াসিফ : অভঞ্জনীয় আলোয় যেন জেগে না উঠি নগরীর মতো। আমার সত্তার সুর নিশিন্দারা, এ পাখায় মাটিডালি ও পাখায় শান্তাহার রোদের কুচন্দনমাখা কপাল আমার। আমি এক অহেতুক বিরাজ করা নাম আধচেতা বন। নিখিলের হাপর থেকে বয়ে আসে বায়ু, ডেকে উঠে পাখ আমার ভেতর। এখানে বৃক্ষ ও বাতাসের থিতি। সামুদ্রিক শ্বাসের শেষ বন্দর। আকাশের দিকে উন্মুখ পাহাড়ের মতো আমিও বিস্তারিত সন্ধ্যাদেশে।

এ দেহ অনেক বাতির বাসনায় জর্জর শহর। মন এক গ্রাম। শিয়রে রেখে ক্ষয়শীলা চাঁদ, ঘুমাতে পারে সে বর্ষণে ক্ষতবিক্ষত আকাশের নিচে। আমি জেগে থাকি না এ বিশ্বে, রাজধানীগুলোর মতো ভয়ে ও প্রতাপে। আমি চুপচাপ ভাষার মতো অশরীরী হয়ে যাবো। মান্ধাতার কোনো এক ভাষায় খুলবো মূক ও বধির শ্রেণির বালিকা বিদ্যালয়। সে ভাষার ছায়াপথে ঢেউকাঞ্চনের ফেনা। নদীর থরে থরে পোনা মাছেদের তুরন্ত ঝাঁক, হেমন্তের মেঘেদের থইথই ছায়া। তার পিঠ ছুঁয়ে নেচে যায় কোনো কোনো পাখি। সে ভাষার চেতনজ্বরা বইবে বাক্য আমার । এক গ্রামীণ রাত্রি নামুক আমার ভাষায়। বিষ্মরণের চাবুক/২০১৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়