শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে ২০ টাকার কোক ২৫ টাকায় বিক্রি, অত:পর অর্থদণ্ড

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ২০ টাকা মূল্যের একটি কোকের বোতল ২৫ টাকায় বিক্রি করার অভিযোগে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার বিকেলে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের বাইরে অবস্থিত একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ম্যাজিস্ট্রেট অল এয়ারপোর্ট অব বাংলাদেশ নামক পেইজ থেকে এসব তথ্য জানা গেছে।

পেইজে উল্লেখ করা হয়, বিকেলে এক তরুণ ফেসবুক পেইজের ইনবক্সে নক করে জানান, টার্মিনাল ২ এর বাইরের দিকে অবস্থিত একটি দোকান ২০ টাকার কোমল পানীয় তার কাছে ২৫ টাকায় বিক্রি করেছে। বোতল ফেরত দিলে পাঁচ টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের টিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এরপর অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযোগকারী উপস্থিত থাকায় আইন অনুযায়ী জরিমানার অর্থের ২৫ শতাংশ তাকে বুঝিয়ে দেয়া হয়। তবে অভিযোগকারীর অনুরোধে তার পরিচয় প্রকাশ রা হয়নি।

পেইজে আরও বলা হয়, গায়ের দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি বন্ধে ক্রেতাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতারা নিয়মিত অভিযোগ করলেই অসাধু বিক্রেতারা লাইনে আসবে। অন্যথায় ক্রেতারা নীরবে বেশি দামে পণ্য কিনতে রাজি থাকলে বিক্রেতারা সে সুযোগ নিতে চাইবেই। অতএব সচেতন হোন। অভিযোগ করুন। আমরা আছি আপনাদের পাশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়