শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে ২০ টাকার কোক ২৫ টাকায় বিক্রি, অত:পর অর্থদণ্ড

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ২০ টাকা মূল্যের একটি কোকের বোতল ২৫ টাকায় বিক্রি করার অভিযোগে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার বিকেলে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের বাইরে অবস্থিত একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ম্যাজিস্ট্রেট অল এয়ারপোর্ট অব বাংলাদেশ নামক পেইজ থেকে এসব তথ্য জানা গেছে।

পেইজে উল্লেখ করা হয়, বিকেলে এক তরুণ ফেসবুক পেইজের ইনবক্সে নক করে জানান, টার্মিনাল ২ এর বাইরের দিকে অবস্থিত একটি দোকান ২০ টাকার কোমল পানীয় তার কাছে ২৫ টাকায় বিক্রি করেছে। বোতল ফেরত দিলে পাঁচ টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের টিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এরপর অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযোগকারী উপস্থিত থাকায় আইন অনুযায়ী জরিমানার অর্থের ২৫ শতাংশ তাকে বুঝিয়ে দেয়া হয়। তবে অভিযোগকারীর অনুরোধে তার পরিচয় প্রকাশ রা হয়নি।

পেইজে আরও বলা হয়, গায়ের দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি বন্ধে ক্রেতাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতারা নিয়মিত অভিযোগ করলেই অসাধু বিক্রেতারা লাইনে আসবে। অন্যথায় ক্রেতারা নীরবে বেশি দামে পণ্য কিনতে রাজি থাকলে বিক্রেতারা সে সুযোগ নিতে চাইবেই। অতএব সচেতন হোন। অভিযোগ করুন। আমরা আছি আপনাদের পাশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়