শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে ২০ টাকার কোক ২৫ টাকায় বিক্রি, অত:পর অর্থদণ্ড

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে ২০ টাকা মূল্যের একটি কোকের বোতল ২৫ টাকায় বিক্রি করার অভিযোগে একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার বিকেলে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের বাইরে অবস্থিত একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ম্যাজিস্ট্রেট অল এয়ারপোর্ট অব বাংলাদেশ নামক পেইজ থেকে এসব তথ্য জানা গেছে।

পেইজে উল্লেখ করা হয়, বিকেলে এক তরুণ ফেসবুক পেইজের ইনবক্সে নক করে জানান, টার্মিনাল ২ এর বাইরের দিকে অবস্থিত একটি দোকান ২০ টাকার কোমল পানীয় তার কাছে ২৫ টাকায় বিক্রি করেছে। বোতল ফেরত দিলে পাঁচ টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের টিম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এরপর অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযোগকারী উপস্থিত থাকায় আইন অনুযায়ী জরিমানার অর্থের ২৫ শতাংশ তাকে বুঝিয়ে দেয়া হয়। তবে অভিযোগকারীর অনুরোধে তার পরিচয় প্রকাশ রা হয়নি।

পেইজে আরও বলা হয়, গায়ের দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি বন্ধে ক্রেতাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতারা নিয়মিত অভিযোগ করলেই অসাধু বিক্রেতারা লাইনে আসবে। অন্যথায় ক্রেতারা নীরবে বেশি দামে পণ্য কিনতে রাজি থাকলে বিক্রেতারা সে সুযোগ নিতে চাইবেই। অতএব সচেতন হোন। অভিযোগ করুন। আমরা আছি আপনাদের পাশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়