মাসুদ আলম : শুক্রবার গভীর রাতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলো শরীফ হোসেন, ইমরান হাসান সুজন, শরিফ উদ্দিন মোল্লা ও আহসান ওরফে হাসান।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ির ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৫ জানুয়ারি শ্রীপুরে জন্মদিনের কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে। কৌশলে এনার্জি ড্রিংকসে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন ১৬ জানুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতে গাজীপুরের রাজবাড়ী এলাকা থেকে প্রধান আসামি শরীফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে বাকি তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।