শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১, বিশ্বজুড়ে ১৩শ’র বেশি সংক্রমিত

শাহনাজ বেগম : চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার জানিয়েছে, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ করতে বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। নতুন চন্দ্রবর্ষ উদযাপন সামনে রেখে ঘরমুখী মানুষের চলাচল নিয়ন্ত্রণে শুক্রবার চীনের ১০টি শহরে গণপরিবহন ও সংশ্লিষ্ট এলাকার মন্দির বন্ধের পাশাপাশি পর্যটন গন্তব্য ‘নিষিদ্ধ শহর’ ঘোষণা করেছে। এছাড়াও গ্রেট ওয়ালের একটি অংশ ও সাংহাই ডিজনিল্যান্ড থিম পার্কও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ। স্পুটনিক, রয়টার্স

নববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটিতে চীনের কয়েক কোটি মানুষ একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাতায়াত করলে ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় কঠোর ব্যবস্থা নেয়া হয়। হুবেই প্রদেশের রাজধানী উহানে শ্বাসযন্ত্রের সংক্রামক এই প্রাণঘাতী রোগটির সংক্রমণ শুরু হওয়ার পর বিশে^র অনেক দেশই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এখনও অবধি বেশিরভাগ মৃত্যুর মুখোমুখি হয়েছে চীনে তবে থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাইরাস সনাক্ত করা গেছে। ভারতে এ পর্যন্ত ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পর্যন্ত কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইসহ সাতটি বিমানবন্দরে ৪৩টি ফ্লাইট এবং ১২ হাজার যাত্রীকে পরীক্ষা করে দেখা হবে। যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তাদের দ্বারা ভালোভাবে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পর্যটক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে অবাধ যাতায়াতে শিথিল করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবি¬উএইচও) চীনের এ পরিস্থিতিকে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। নতুন শনাক্ত ভাইরাসটি কতটা বিপজ্জনক ও কীভাবে তা মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ে তা এখনও জানা যায়নি বলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো জ্বর, শ্বাসকষ্ট ও কাশি। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়