শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে মোকাবেলা করতে বাংলাদেশ সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে আইসিসির র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানকে হারাতে সেরা শক্তির একাদশ মাঠে নামাতে মরিয়া টাইগারদের টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দলে নেই দুই তারকা ক্রিকেটার। নিষেধাজ্ঞার কারণে আগেই থেকেই মাঠের বাইরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর নিরাপত্তার অজুহাত দিয়ে এই সফরে আসেননি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান-উইকেটকিপার মুশফিকুর রহিম। তবে বাকি যারা আছে তাদেরকে নিয়েই যেকোনো দলকে হারিয়ে দেয়ার মতো একাদশ গড়তে পারে বাংলাদেশ।

দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফেরা তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৮ সালের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সদ্য সমাপ্ত বিপিএলে রান পেয়েছেন, তবে স্ট্রাইক রেট নিয়ে ছিল আলোচনা।

সাকিব, মুশফিক না থাকায় ‘বাড়তি’ দায়িত্ব নিতে হবে তামিমকে। দলে ওপেনার আছেন পাঁচজন। নভেম্বরে ভারত সফরে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো নাঈমের। তিনটি ম্যাচেই ওপেনিং হিসেবে নেমে রান পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বিপিএলেও রংপুর র‌্যাঞ্জার্সের হয়ে ওপেনিংয়ে সফল ছিলেন কুড়ি বছর বয়সী এই ক্রিকেটার। তামিমের সঙ্গে ওপেনিংয়ে নাঈম নামলে চার নম্বরে দেখা যেতে পারে লিটন দাসকে। সেক্ষেত্রে পাঁচ নম্বরে ব্যাটিং করতে পারেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

বোলিং লাইন-আপে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে খেলা বোলারদের দেখা যেতে পারে পাকিস্তানের বিপক্ষেও।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের পাশাপাশি থাকতে পারেন শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। স্পিন আক্রমণে থাকছেন আমিনুল ইসলাম ও মেহেদী হাসান। মূলত তারা স্পিন বোলিং অলরাউন্ডার।

বাংলাদেশের একাদশ (সম্ভাব্য) : তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেদেহী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়