সিরাজুল ইসলাম : প্রবল বর্ষণ ও শিলা বৃষ্টিসহ টানা পাঁচদিন অবস্থানের পর অবশেষে বুধবার থেমেছে প্রলয়ংকারী ঝড় গ্লোরিয়া। ঝড়ের আঘাতে পূর্বাঞ্চলে উপকূলে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। সাগরের লবণাক্ত পানি উপচে কৃষি জমিতে পড়েও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। এখনও নিখোঁজ রয়েছে ৫জন। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। এপি
উত্তরপূর্বাঞ্চলীয় ক্যাটালোনিয়া ও ভূমধ্যসাগরীয় বেলেরিক দ্বীপগুলোর নিখোঁজ এবং নিহতের সংবাদ মানুষের মনে ভয় সঞ্চার করেছে। মানুষের মৃত্যু হয়েছে সাগরের ঢেউ, বন্যায় গাড়িতে আটকে এবং দালানের ধ্বংসস্তুপের নিচে পড়ে। গত সপ্তাহে তাপমাত্রা একেবারে কমে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানেচেজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি উদ্ধার ও জরুরী টিমের লোকজনের সঙ্গে সভা করেছেন। বলেছেন, তিনি ঝড়ে আক্রান্ত এলাকায় রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দেবেন।
ইউরোপীয় ইউনিয়নের স্যালেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে, এবরো নদীর পানিতে কৃষি জমি তলিয়ে গেছে। তলিয়ে গেছে ধানক্ষেত। সাগরের পানি চলে গেছে তিন কিলোমিটার দূরে।
ডেল্টা অঞ্চলের মেয়র ল্ইুস সোলার বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে।
এদিকে অ্যান্ডালেসিয়া এলাকায় বৃহস্পতিবার হঠাৎ শিলাবৃষ্টি আঘাত হানে। মলারকা এলাকায় পর্বত আরোহনের সময় এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। একজন ব্রিটিশ ও স্প্যানিশ নিখোঁজ রয়েছেন। তারা ঢেউয়ের তোড়ে ভেসে গেছেন বলে মনে করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১০ হাজার লোককে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনে কাজ করছেন। এছাড়া ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে স্কুলে পাঠাতেও কাজ করছেন তারা।