মাজহারুল ইসলাম : ডেমোক্র্যাট নেত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মানহানির এই মামলাটি করেছেন একই দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসী গ্যাবার্ড। এএফপি
'রাশিয়ার এজেন্ট' বলে গালি দেয়ার পর বুধবার সাবেক ফার্স্টলেডির নামে মামলা ঠুকে দেন তুলসী। তার অভিযোগ, ডেমোক্রেটিক দলের বর্ষিয়ান নেতা বার্নি স্যান্ডার্সকে সমর্থন দেয়ায় তার নামে ওই বাজে মন্তব্য করেন হিলারি।