শিরোনাম
◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৭১ শতাংশ প্রার্থী ব্যবসায়ী, কোটিপতি ১১৬ জন: টিআইবি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী

ইয়াসিন আরাফাত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ তার নিজের টুইটার পেইজে বৃহস্পতিবার এসব কথা বলেন। তিনি এমন সময় এ প্রস্তুতির কথা ঘোষণা করলেন যখন পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রচণ্ড রকমের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে। ধারণা করা হচ্ছে- আরবি ভাষায় লেখা ওই টুইট বার্তাটি তিনি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে উদ্দেশ করে প্রচার করেছেন। পার্সটুডে

তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে সংলাপে বসার ব্যাপারে ইরানের দরজা সবসময় খোলা এবং এ অঞ্চলের স্বার্থ বিবেচনা করে আমরা যেকোনো ধরনের সম্পূরক কাজে অংশ নিতে প্রস্তুত আছি। মধ্যপ্রাচ্যের জনগণের আশা পূনরুজ্জীবিত করতে এবং এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে যেকোনো ধরনের পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।

এদিকে মোহাম্মদ জাবেদ জারিফের এই টুইটার পোস্টের একদিন আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। তবে তিনি দাবি করেছেন, আলোচনা হবে কিনা তা নির্ভর করছে তেহরানের ওপর। তিনি বলেন, সহিংসতার মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যে ইরান তাদের এজেন্ডা বাস্তবায়নের যে চেষ্টা চালিয়ে আসছে তা বন্ধ করলেই কেবল ইরানের সঙ্গে আলোচনা করা হবে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়