রাশিদ রিয়াজ : মাসে ২ লাখ রুপির বেশি বেতন পান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি ব্যবসায়ীদের সঙ্গে কর আদায় নিয়ে এক বৈঠকে ইমরান জানিয়েছেন তার এ আয়ে সংসার চলে না। তার মাসিক খরচের একটা পে স্লিপের ছবি দিয়ে ইওন বলছে বেতনের সঙ্গে ভাতা ও অন্যান্য সুবিধা পেলেও কর কর্তনের পর তা দাঁড়ায় ১ লাখ ৯৬ হাজার ৯৭৯ রুপি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন বিরোধীদলের অনেকে কর ফাঁকি দিয়ে সম্পদ গড়ছেন। তবে পাকিস্তানে বর্তমানে মুদ্রাস্ফীতির দৌরাত্মে আটার কেজি উঠেছে ৭০ রুপি। বাজার চড়া থাকায় জরুরি ভিত্তিতে ৩ লাখ টন গম আমদানি করা হচ্ছে। ইমরান খানের মূল মাসিক বেতন ১ লাখ ৭ হাজার ২৮০ রুপি। এ অঙ্কের বেতন যে কোনো পাকিস্তানি নাগরিকের পরিবারের মাসিক খরচ হিসেবে যথেষ্ট। অভিযোগ উঠেছে ইমরান খান আসলে পাকিস্তানের সার্বিক পরিস্থিতির নাগাল টেনে ধরতে পারছেন না। একদিকে বাজেট ঘাটতি অন্যদিকে রুপির ২০ শতাংশ অবমূল্যায়ন ও কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় সংকট পিছু ছাড়ছে পাকিস্তানের।