আর রাজী : এভাবে কি ভাবা যায়? আমার বাসায় যদি আমার অব্যবস্থাপনার কারণে অগ্নি, বিদ্যুৎ, গ্যাস দুর্ঘটনা ঘটে তার প্রাথমিক দায় আমাকে নিতে হবে নাকি? আমার বাসার উঠোনে, আঙিনায় যদি আমার অনুমতি নিয়ে কেউ অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রাথমিক দায়-দায়িত্ব কর্তব্য আমার নয় কি? যদি আমার বাসায় পর্যাপ্ত সুব্যবস্থা না থাকে, অগ্নি, বিদ্যুৎ, পানি ইত্যাদি নিরাপত্তা না থাকে, তাহলে আমি কি কাউকে আমার বাসায় কোনো অনুষ্ঠান আয়োজন করতে দিতে পারি? পয়সা বা অন্য কোনো সুবিধার বিনিময়ে কি পারি?
যেকোনো হোটেল, মোটেল, কনভেনশান সেন্টার, পার্টি সেন্টার, মাঠ ময়দান ইত্যাদিতে যদি বাইরের কেউ অনুষ্ঠান করতে চান, তাদের যদি অনুষ্ঠান করার অনুমতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো দেয়, তাহলে সেই অনুষ্ঠানের, সমাবেশের সার্বিক নিরাপত্তাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকগুলোরই নিশ্চিত করার কথা নয় কি? তারাই তার ভবন বা স্থানের জান মাল সহ সকল কিছুর সব ধরনের নিরাপত্তার প্রাথমিক জিম্মাদার নয় কি? ঠিক একইভাবে কোনো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কিংবা অন্য যেকোনো পক্ষ তার প্রাঙ্গনে যদি বাইরের, অন্যদের অনুষ্ঠান আয়োজন করতে দেয়, সেই অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায় দায়িত্ব কর্তব্য প্রাথমিকভাবে সংশ্লিষ্ট স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরেই বর্তায় নাকি? উন্নত দেশগুলোয় স্কুল কলেজে নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ক নির্দেশনা, গাইড লাইন ও সেফটি কোড রয়েছে। সেখানে বলে দেওয়া থাকে কী কী ভাবে শিক্ষার্থীদের, আগুন্তকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এই ‘সেফটি কোড’ ঠিক ঠাক মানা হচ্ছে কিনা তা দেখে ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্স, সিকিউরিটি বিষয়ক ডিপার্টমেন্ট। বিদ্যুৎ পানি ইত্যাদি নিরাপত্তা দেখভাল করার জন্য সংশ্লিষ্ট সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান দায়ী থাকে। সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তাসহ যেকোনো বিষয়ে দেখভাল করার এখতিয়ার সংশ্লিষ্ট এলাকার শিক্ষা কর্মকর্তার। উদোর পি-ি বুদোর ঘাড়ে চাপাতে গিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কনভেনশান,পার্টি সেন্টার ইত্যাদিকে এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে দায়মুক্তি দেওয়ার আলাপ আখেরে আপনাকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে নাকি? ফেসবুক থেকে