শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২০ কোটি রূপির নায়ক অক্ষয় কুমার!

মুসফিরাহ হাবীব: অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল অভিনেতা। শোনা যাচ্ছে পরের ছবিতে তার আয় আগের তুলনায় অনেক বেশি বাড়তে চলেছে। অক্ষয় কুমার ২০১৯ সালে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন।

তার ৫টি ছবি ১৫০ কোটি বা তারও বেশি ব্যবসা করেছে। এ ধারা মোটামুটি ২০১৮ থেকেই শুরু হয়েছিল। তাই এখন বলিউডের হায়েস্ট পেইড-দের মধ্যে তার নাম অনেককে পিছনে ফেলে উঠে এসেছে উপরে। শোনা যাচ্ছে আগামী ছবিতে অভিনেতা ১২০ কোটি রূপি পারিশ্রমিক পেতে পারেন।

‘বলিউড হাঙ্গামা’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আনন্দ এল রাই-এর পরবর্তী ছবিতে অভিনয়ের জন্য এই ১২০ কোটি রূপি পেতে চলেছেন অক্ষয়। সাধারণত এ চুক্তিগুলো করেন অভিনেতা-অভিনেত্রীদের নিজস্ব টিম– সেই টিমে থাকেন তাদের পার্সোনাল সেক্রেটারি, ম্যানেজার, আইনজীবী এবং পাবলিসিস্টরা। প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমারের টিম-এর মতে অভিনেতার সাম্প্রতিক সাফল্যর পরে আগামী দিনে এ পারিশ্রমিকই তার প্রাপ্য।

যে কোনো মেজাজের চরিত্রের জন্য অক্ষয় মানিয়ে যান। হোক দেশপ্রেমিক যোদ্ধার হোক বা বোকা সোকা কোনো মধ্য বয়স্ক মানুষেরই হোক। নিজের এ চাহিদার জন্য দামটাও বাড়িয়ে নিলেন তিনি। শোনা যাচ্ছে এখন থেকে প্রতি সিনেমায় তার পারিশ্রমিক আগের তুলনায় অনেক বেশি বাড়তে চলেছে। এখন থেকে সব ছবিতিই তিনি ১২০ কোটি রূপি করে নেবেন।

১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেওয়া অক্ষয় তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর মার্শাল আর্ট শেখার জন্য ব্যাংকক যান। এরপর জীবিকার তাগিদে দেশে-বিদেশে রেস্টুরেন্টের ওয়েটার হিসেবেও কাজ করেছেন। বাংলাদেশের একটি হোটেলেও ওয়েটার হিসেবে দীর্ঘদিন কাজ করেন তিনি। সেই অক্ষয় কুমার আজ বলিউডের দামী সুপারস্টার নায়কের তালিকায় নাম লেখালেন। সম্পদনা: জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়