জুনায়েদ কবির : মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান মঙ্গলবার রাতে সময় টেলিভেশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এ কথা বলেন । সময় টিভি
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যে পরিমাণ হত্যা করেছে ক্ষমতার বাহিরে এসে তার চেয়ে বেশি হত্যা করেছে ।
তিনি বলেন, বিএনপি ২০১৩ আর ২০১৫ সালে ৯২ জন ড্রাইবার-হেলপার , ১৭ জন পুলিশ, ৩জন বিজিবি জোয়ান, ২জন মুক্তিযোদ্ধা, ২ জন ব্যাংক কর্মকর্তা, গার্মেন্টসকর্মী, হকার, ফল ব্যবসায়ীসহ অসংখ্য নারীদের পেট্রোল বোমা দিয়ে হত্যা করছে। আর বিএনপি ১৯৯৪ সালে ক্ষমতায় থাকাকালীন সময়ে গামেন্টস কর্মীদের দাবীর মিছিলে ১৭ জনকে গুলি করে হত্যা করেছে, তাদের সময়ে সারের দাবীতে কৃষকদের আন্দোলনে ১৮ জনকে গুলি করে হত্যা করেছে , বিদ্যুতের দাবীতে গ্রামবাসীদের আন্দোলনে ১৮ জনকে হত্যা করেছে ।
তিনি আরো বলেন, জনগণ বিএনপির পক্ষে কোন সময়ই জেগে উঠবেন না কারণ উনারা সারা দেশে জঙ্গি আর সন্ত্রাসীবাহিনী তৈরি করেছে ।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল , আওয়ামী লীগ জনগণের দাবীর পক্ষের শ্রদ্ধাশীল । জনগণের দাবির জন্য নির্বাচন পেছানো হয়েছে , ছাত্রদের কোটা আন্দোলনে কোটা বাতিলও করা হয়েছে । সম্পাদনা : মহসীন কবির