শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ই‌সির উ‌চিৎ ছিলো আ‌গে থে‌কেই অ্যাক‌টিভ থাকা, বললেন তা‌বিথ

শাহানুজ্জামান টিটু : ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল ব‌লে‌ছেন, নির্বাচন ক‌মিশ‌নের কতটুকু নির‌পেক্ষ কাজ কর‌ছে তা দেখার বিষয়। গতকাল‌ আমার প্রচারণায় হামলা হ‌য়ে‌ছে। অ‌নে‌কে আহত হ‌য়ে‌ছি। আমরা নির্বাচন ক‌মিশন‌কে জা‌নি‌য়ে‌ছি। তারা তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছেন। ৪৮ ঘন্টা সময় নি‌য়ে‌ছেন। আমরা অ‌পেক্ষা কর‌ছি আমরা দেখ‌তে চাই তারা কি পদ‌ক্ষেপ নেয়। নির্বাচন ক‌মিশ‌নের উ‌চিৎ ছিল আ‌গে থেকেই অ্যাক‌টিভ হওয়া। একজন ম্যা‌জি‌স্টেট‌কে স‌ঙ্গে রাখা।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল পৌ‌নে ১১টার সম‌য়ে আশ‌কোনা হাজী ক্যাম্প থে‌কে গণসং‌যোগ শুরুর আ‌গে পথ সভায় তি‌নি এসব কথা ব‌লেন। এরপ‌রে তিনি গাওয়াইর কাজীবাড়ী হয়ে দক্ষিণ খান বাজারে পথসভায় যোগ দি‌বেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, বিএন‌পি চেয়ারপারস‌ন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তি সারা দেশের মানু‌ষের মু‌ক্তির সংগ্রাম। মানুষ ভোট দি‌য়ে জা‌নি‌য়ে দি‌তে চায় কেউ দুর্নী‌তি আর অপশাসন চায় না। জনগণ ভোট দি‌তে পার‌লে ধা‌নের শী‌ষের বিজয় হ‌বে ইনশাল্লাহ।

ধা‌নের শী‌ষের প্রচারণার পা‌শেই আওয়ামী লী‌গের প্রচারণা চল‌ছে। এ‌তে সংঘর্ষ হওয়ার আশঙ্কা আ‌ছে কিনা সাংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে তি‌নি ব‌লেন, আওয়ামী লী‌গের কর্মীরাও তা‌দের নেতা‌দের কথা ও কাজ দে‌খে ঘৃণা প্রকাশ কর‌ছে এবং বিরক্ত হ‌চ্ছে। সক‌লে চায় আনন্দ উৎস‌বের ম‌ধ্যে একটা সুষ্ঠ নির্বাচন হোক কিন্তু আওয়ামী লী‌গের নেতারা সেটা চায় না।

আ স ম আব্দুর রব ব‌লেন, আপনারা ভোট কে‌ন্ত্রে যা‌বেন। বিকাল ৪ টা পযর্ন্ত ভোট দি‌য়ে ফলাফল না নি‌য়ে বা‌ড়ি ফির‌বেন না। এটা আপনা‌দের ন্যায্য অ‌ধিকার। বিএন‌পির প্রার্থী ঐক্যফ্র‌ন্টের প্রার্থী ধা‌নের শী‌ষের প্রার্থী তা‌বিথ আউয়ালকে ভোট দি‌য়ে জয়যুক্ত করুন।

‌তি‌নি ব‌লেন , তা‌বিথ আউয়ালকে ভোট দি‌লে মে‌ট্রোপ‌লিটন সরকার করা হ‌বে। আপনারা নিরাপ‌দে রাজধানী‌তে বসবাস কর‌তে পার‌বেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পি সাংগঠ‌নিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নীরব, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম মিল্টনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়