শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের পর্যাপ্ত মজুরি পাচ্ছে না পৃথিবীর প্রায় ৪৭ কোটি মানুষ আইএলও’র গবেষণা

আপেল মাহমুদ: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে ৪৭ কোটি ৩০ লাখ মানুষ পর্যাপ্ত মজুরির কাজ খুঁজে পেতে সংগ্রাম করছে। ফলে বাড়ছে ব্যক্তি পর্যায়ের দারিদ্র্য ও বৈষম্য। চলতি বছর প্রায় ২৫ লাখ মানুষ বেকারত্বের তালিকায় যুক্ত হবে বলে সোমবার প্রকাশিত প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থাটি।

সুইজারল্যান্ডের অবকাশ কেন্দ্র দাভোসে ‘ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশাল আউটলুক ট্রেন্ড ২০২০’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে আইএলও। এতে বলা হয়, গত নয় বছর বিশ্বব্যাপী বেকারত্ব মোটামুটি স্থিতিশীল থাকলেও চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হওয়ায় কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হওয়া মানুষের জন্য পর্যাপ্ত চাকরি থাকবে না।

আইএলও বলছে, বর্তমানে বিশ্বে কর্মক্ষম মানুষের সংখ্যা ৫৭০ কোটি। এর মধ্যে ১৬ কোটি ৫০ লাখ মানুষ চাকরি করলেও চাহিদা মেটানোর মতো বেতনের কাজ পাচ্ছে না। এছাড়া আরও ১১ কোটি ৯০ লাখ মানুষ হয় চাকরি খোঁজা বাদ দিয়েছে না হয় কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাচ্ছে না। এসবের সঙ্গে সরাসরি বেকার মানুষ যুক্ত হয়ে বিশ্বের মোট ৪৭ কোটি ৩০ লাখ মানুষ কর্মসংস্থান সংকটে ভুগছে।

সব ধরনের বেতনভুক্ত কাজে পরিমিত মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে আইএলও মহাপরিচালক গাই রাইডার বলেন, ‘কাজের মাধ্যমে আর একটু উন্নত জীবন গড়াটা কোটি কোটি সাধারণ মানুষের জন্য ক্রমশই কঠিন হয়ে উঠছে’। সম্পাদনা: সিরাজুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়