শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিটের আগেই আফ্রিকার সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিলো ব্রিটেন

ইয়াসিন আরাফাত : ব্রেক্সিট কার্যকর হতে আর প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও তার আগেই আফ্রিকার দেশগুলির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো উদ্যোগ নিচ্ছে ব্রিটেন সরকার৷ বিচ্ছেদের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক স্থির করার ক্ষেত্রেও বিলম্ব চান না ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন৷ চলতি বছরেই সেই লক্ষ্য পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা করতে বদ্ধপরিকর তিনি৷ সেই উদ্যোগের আওতায় আফ্রিকা মহাদেশের দিকে নজর দিচ্ছেন জনসন৷ সোমবার লন্ডনে আফ্রিকার ২১টি দেশের এক সম্মেলনে তিনি সেই সব দেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করতে চলেছেন৷ বিবিসি

সম্মেলনের প্রাক্কালে ব্রিটেনের উন্নয়ন সাহায্য মন্ত্রী অলোক শর্মা বলেন, আফ্রিকার ১৫টি দেশই বিশ্বের সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দাবিদার৷ সেইসঙ্গে ২০৫০ সালের মধ্যে আফ্রিকার জনসংখ্যা দ্বিগুণ হতে চলেছে৷ ফলে এই মহাদেশে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে৷ তিনি অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, পরিবেশ সংরক্ষণের খাতিরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে আর কোনো সহায়তা করা হবে না৷

ইউরোপীয় ইউনিয়নও ব্রেক্সিট ও ব্রিটেনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে বোঝাপড়ার তোড়জোর করছে৷ তবে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে চূড়ান্ত সমঝোতার বিষয়ে ইইউ তেমন আশাবাদী নয়৷ ইইউ সূত্র জানাচ্ছে, নির্ধারিত সময়সীমা বাড়ানোর সম্ভাবনা রয়েছে৷ ২৫শে ফেব্রুয়ারি ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এই লক্ষ্যে ছাড়পত্র দেবার কথা৷ সে ক্ষেত্রে মার্চ মাসে আলোচনা শুরু করে অক্টোবরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে, যাতে ডিসেম্বরের মধ্যেই আইনি প্রস্তুতি শেষ হয়ে যায়৷ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কাঠামোর পাশাপাশি অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও বোঝাপড়ার লক্ষ্যও স্থির করা হয়েছে৷ আলোচনা ব্যর্থ হলে চুক্তিহীন ব্রেক্সিটের আশঙ্কাও উড়িয়ে দেয়া হচ্ছে না৷

ব্রিটেন ইইউ-র বিধিনিয়ম আর না মানলে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্কসহ নানারকম জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিশেষ করে আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের মতো ঘনিষ্ঠ বাণিজ্যিক সহযোগীদের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে হলে ব্রিটেনকে অনেক বাধার সম্মুখীন হতে পারে৷ দূরের দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করে সেই ঘাটতি পূরণ করা সহজ হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়