শিরোনাম
◈ ওসমান হাদি হত্যাচেষ্টা: ফয়সাল ও আলমগীর গুয়াহাটিতে, ভারতীয় সিম ব্যবহারের নতুন তথ্য প্রকাশ করলেন সাংবাদিক সায়ের ◈ দে‌শের ঐতিহাসিক রেওয়াজ বিজয় দিবসের কুচকাওয়াজ পরপর দুই বছর কেনো বন্ধ করলো অন্তর্বর্তী সরকার? ◈ তানজিম সাকিব আইপিএলে দল পেলেন ৭৫ লাখ রুপিতে! ◈ ওসমান হাদিকে গু‌লি ক‌রে হত‌্যা চেষ্টায় পল্টন থানায় মামলা ◈ পা‌কিস্তান সুপার লিগ শুরু ২৬ মার্চ, ফাইনাল ৩ মে ◈ ক্রিস্টাল প্যালেসকে হারি‌যে আ‌র্সেনা‌লের আ‌রো কা‌ছে ম্যানচেস্টার সিটি  ◈ আইনশৃঙ্খলা ও আচরণবিধি নিশ্চিতই ইসির বড় চ্যালেঞ্জ ইসির ◈ কলকাতায় লজ্জা! হায়দরাবাদে বরণ দেখে মেসি বললেন, এমন ভালবাসা পেয়ে আমি আপ্লুত, কৃতজ্ঞ  ◈ ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে এসেছে দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স ◈ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসী’ কার্যকলাপ রুখতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক ইনকিলাব মঞ্চের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন কর্মযোগীর জন্মদিনে শুভেচ্ছা

মাসুদা ভাট্টি : সংবাদপত্রসেবী বলতে যা বোঝায় নাঈমুল ইসলাম খানের সঙ্গে কাজ করতে এসে আমার বারবার তাই-ই মনে হয়েছে, সংবাদপত্রকে কেন্দ্র করেই যার দিনযাপন এবং ভবিষ্যৎ নির্মাণ। পৃথিবীর সর্বত্রই যখন ‘প্রিন্ট মিডিয়া’ নিয়ে কোনো ধরনের আশার বাণী শোনা যায় না, তখন নাঈমুল ইসলাম খান প্রায় শ’খানেক কর্মীবাহিনী নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখেন এবং স্বপ্ন নির্মাণ করেন। সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি তার চিন্তাচেতনা, ধ্যানজ্ঞান কেবলই তিনটি দৈনিক সংবাদপত্রকে ঘিরে। এই কঠিন ও সমস্যাসঙ্কুল সময়ে তিনটি দৈনিক নিয়ে এই যে ‘একলা চলার’ নীতি নাঈমুল ইসলাম খান ও তার সংগ্রামকে ভিন্ন মাত্রা দিয়েছে। সংবাদপত্র-সংশ্লিষ্টতায় তার দীর্ঘ ও ইতিবাচক ইতিহাস-সমৃদ্ধ অতীত রয়েছে, কিন্তু তারপরও এই সময়ে তার এই ঝাঁপিয়ে পড়ে তিনটি দৈনিকের নিয়মিত প্রকাশনা এবং টিকিয়ে রাখা সত্যিকার অর্থেই একজন সংবাদ-সেনানায়কোচিত কাজ। আজ এই নিষ্ঠ কর্মযোগী মানুষটির জন্মদিন। তার সঙ্গে একত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পেরেছি যে, তিনি শেষতক থাকবেন, সফল হওয়ার ক্ষেত্র থেকে তিনি হঠবেন না।

আরও একটি কথা আজকের এই শুভক্ষণে না বললেই নয়, আজকে যখন জাতিগতভাবেই আমরা নারী অবমাননায় চ্যাম্পিয়ন হওয়ার মতো নিকৃষ্ট যোগ্যতা অর্জন করেছি তখন নাঈমুল ইসলাম খান প্রকৃতভাবেই চান তার সকল ক্ষমতাকে এক করে নারীর মুক্তি, নারীর উন্নয়ন। তার তিনটি পত্রিকাতেই তাই নারীর অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণের এবং পরিচালকের। এটা সত্যিই উদ্নের মতো একটি কাজ। নাঈমুল ইসলাম খানের জন্মদিনটি তাই এই মিডিয়া হাউসের সকল নারীর জন্য বিশেষ আনন্দের। শুভ জন্মদিন প্রিয় সম্পাদক, নাঈমুল ইসলাম খান, আমাদের সকলের নাঈম ভাই। লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের নতুন সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়