শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন কর্মযোগীর জন্মদিনে শুভেচ্ছা

মাসুদা ভাট্টি : সংবাদপত্রসেবী বলতে যা বোঝায় নাঈমুল ইসলাম খানের সঙ্গে কাজ করতে এসে আমার বারবার তাই-ই মনে হয়েছে, সংবাদপত্রকে কেন্দ্র করেই যার দিনযাপন এবং ভবিষ্যৎ নির্মাণ। পৃথিবীর সর্বত্রই যখন ‘প্রিন্ট মিডিয়া’ নিয়ে কোনো ধরনের আশার বাণী শোনা যায় না, তখন নাঈমুল ইসলাম খান প্রায় শ’খানেক কর্মীবাহিনী নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখেন এবং স্বপ্ন নির্মাণ করেন। সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি তার চিন্তাচেতনা, ধ্যানজ্ঞান কেবলই তিনটি দৈনিক সংবাদপত্রকে ঘিরে। এই কঠিন ও সমস্যাসঙ্কুল সময়ে তিনটি দৈনিক নিয়ে এই যে ‘একলা চলার’ নীতি নাঈমুল ইসলাম খান ও তার সংগ্রামকে ভিন্ন মাত্রা দিয়েছে। সংবাদপত্র-সংশ্লিষ্টতায় তার দীর্ঘ ও ইতিবাচক ইতিহাস-সমৃদ্ধ অতীত রয়েছে, কিন্তু তারপরও এই সময়ে তার এই ঝাঁপিয়ে পড়ে তিনটি দৈনিকের নিয়মিত প্রকাশনা এবং টিকিয়ে রাখা সত্যিকার অর্থেই একজন সংবাদ-সেনানায়কোচিত কাজ। আজ এই নিষ্ঠ কর্মযোগী মানুষটির জন্মদিন। তার সঙ্গে একত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পেরেছি যে, তিনি শেষতক থাকবেন, সফল হওয়ার ক্ষেত্র থেকে তিনি হঠবেন না।

আরও একটি কথা আজকের এই শুভক্ষণে না বললেই নয়, আজকে যখন জাতিগতভাবেই আমরা নারী অবমাননায় চ্যাম্পিয়ন হওয়ার মতো নিকৃষ্ট যোগ্যতা অর্জন করেছি তখন নাঈমুল ইসলাম খান প্রকৃতভাবেই চান তার সকল ক্ষমতাকে এক করে নারীর মুক্তি, নারীর উন্নয়ন। তার তিনটি পত্রিকাতেই তাই নারীর অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণের এবং পরিচালকের। এটা সত্যিই উদ্নের মতো একটি কাজ। নাঈমুল ইসলাম খানের জন্মদিনটি তাই এই মিডিয়া হাউসের সকল নারীর জন্য বিশেষ আনন্দের। শুভ জন্মদিন প্রিয় সম্পাদক, নাঈমুল ইসলাম খান, আমাদের সকলের নাঈম ভাই। লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের নতুন সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়