শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় সংসদ সদস্য আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: লাখো মানুষের অশ্রুশিক্ত জলে বিদায় নিলেন সাবেক তুখোর ছাত্র নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

বগুড়া -১ নির্বাচনী (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নানকে সোমবার বিকালে তার জন্মভূমি সারিয়াকান্দি উপজেলা সদরের বালুয়া এলাকায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

এসময় সেখানে লাখো মানুষের উপস্থিতিতে তার দাফন সমপন্ন হয়। এর আগে সোনাতলা ও পরে সারিয়াকান্দি কলেজ মাঠে তার দুটি পৃথক জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার লাশ বগুড়ায় আনা হয়। পরে দুপুর ২টায় সোনাতলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার লাশ সোনাতলায় আনা হয়। তার লাশ বহনকারী হেলিকপ্টারটি ১২টার দিকে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে ।

পরে সোনাতলায় দুপুর ২টায় বাদ যোহর সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার কফিন নিয়ে যাওয়া হলে সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশে একটি চৌকস দল। পরে সেখানে তার ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ।

এসময় তার জানাযাজায় অংশ গ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি , আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজ নৈতিক দল ও সংগঠনের পক্ষে থেকে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ,বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি ও সংসদ সদস্য আব্দুল মান্নান গত শনিবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র (৬৭) বছর বয়সে মারা যান। তিনি ২সন্তানের জনক ছিলেন। তাদের মধ্য মেয়ে মাহিরা মান্নান আমেরিকায় অবস্থান করায় আব্দুল মান্নানের মৃতদেহটি বারডেম হাসপাতালের হিম ঘড়ে রাখা হয়। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়