শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় সংসদ সদস্য আব্দুল মান্নানের দাফন সম্পন্ন

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: লাখো মানুষের অশ্রুশিক্ত জলে বিদায় নিলেন সাবেক তুখোর ছাত্র নেতা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

বগুড়া -১ নির্বাচনী (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নানকে সোমবার বিকালে তার জন্মভূমি সারিয়াকান্দি উপজেলা সদরের বালুয়া এলাকায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

এসময় সেখানে লাখো মানুষের উপস্থিতিতে তার দাফন সমপন্ন হয়। এর আগে সোনাতলা ও পরে সারিয়াকান্দি কলেজ মাঠে তার দুটি পৃথক জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার লাশ বগুড়ায় আনা হয়। পরে দুপুর ২টায় সোনাতলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার লাশ সোনাতলায় আনা হয়। তার লাশ বহনকারী হেলিকপ্টারটি ১২টার দিকে উপজেলার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে ।

পরে সোনাতলায় দুপুর ২টায় বাদ যোহর সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার কফিন নিয়ে যাওয়া হলে সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশে একটি চৌকস দল। পরে সেখানে তার ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ।

এসময় তার জানাযাজায় অংশ গ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি , আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজ নৈতিক দল ও সংগঠনের পক্ষে থেকে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ,বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি ও সংসদ সদস্য আব্দুল মান্নান গত শনিবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র (৬৭) বছর বয়সে মারা যান। তিনি ২সন্তানের জনক ছিলেন। তাদের মধ্য মেয়ে মাহিরা মান্নান আমেরিকায় অবস্থান করায় আব্দুল মান্নানের মৃতদেহটি বারডেম হাসপাতালের হিম ঘড়ে রাখা হয়। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়