আসিফুজ্জামান পৃথিল: নিউ ইয়র্ক টাইমস সম্পাদক বোর্ড বলছে ডেমোক্রেট প্রার্থীদের মধ্যৈ সেরা দুই প্রার্থীই নারী। সিএনএন
দুই সপ্তাহের মধ্যেই ডেমোক্রেট প্রার্থী কে হবেন তা নির্ধারিত হতে যাচ্ছে। এর আগে এই স্বীকৃতি দুজনের জন্য আশির্বাদ হয়ে দেখা দেবে।নিউ ইয়র্ক টাইমস এর দাবি তারা অ্যামি ক্লবুচার আর এলিজাবেথ ওয়ারেনকে বেঁছে নিয়েছেন, কারণ এই দুজনের যে কোনও বিতর্কে জেতারর ক্ষমতা রয়েছে। এবং দুজনকে বর্ণ ও লিঙ্গবাদী নানান প্রতিকূলতা সামলাতে হচ্ছে।
এডিটরিয়াল বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘সিনেটর ওয়ারেন একজন আশির্বাদপুষ্ট গল্পকথক এবং একজন মেধাবী আইনপ্রণেতা। তিনি সুনির্দিষ্ট পলিসি অসাধারণভাবে তৈরি করতে পারেন।’
ক্লবুচার সম্পর্কে বোর্ড বলেছে, ‘সিনেটর ক্লবুচারের একটি বিশাল বড় জীবনবৃত্তান্ত রয়েছে। তার যেকোনও দলকে প্রভাবিত করার অনন্য গুন রয়েছে। তার মতো চুক্তি করতে সক্ষম মানুষ খুব কমই রয়েছে।’