শিরোনাম
◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুতি ম্যাচ না খেললেও পাকিস্তানে সমস্যা হবে না, বললেন শান্ত

নিজস্ব প্রতিবেদক : বুধবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় দল। বৃহস্পতিবার পৌঁছানোর পর শুক্রবারে প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে তামিম-রিয়াদরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে আর কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না টাইগাররা। নিরাপত্তার কারণে সফর সংক্ষিপ্ত করতেই প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। তবে এ নিয়ে চিন্তিত নন পাকিস্তান সফরে দলে ডাক পাওয়া ওপেনার নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় দিনের অনুশীলন ক্যাম্প শেষে সোমবার বিকেলে গণমাধ্যমকে শান্ত বলেন, আমার কাছে খুব বেশি সমস্যা মনে হচ্ছে না। কারণ সবাই খেলার মধ্যেই আছে। সবাই বিপিএলে খেলেছে এবং পারফর্মও করেছে। প্রস্তুতির কথা যদি বলি তাহলে বলব সবাই খুব ছন্দে আছে। প্রস্তুতি ম্যাচ হচ্ছে না, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না বলে মনে করি।

সিরিজ জয় নিয়ে আপাতত ভাবনা নেই শান্তর। জাতীয় দলের এই ওপেনার প্রতিটি ম্যাচকে আলাদাভাবে গুরুত্ব দেয়ার কথা ভাবছেন। শান্তর ভাষায়, টি-টোয়েন্টিতে যেকোনো দল যেকোনো দিন জিততে পারে। সিরিজ নিয়ে আমরা ওভাবে চিন্তা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। আমরা সুনির্দিষ্ট ওই দিনকে নিয়ে ফোকাস করছি।

২৪ জানুয়ারি প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে পরদনিই। একদিনের বিশ্রামের পর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের পরেই দেশে ফিরে দ্বিতীয় দফায় পাকিস্তানে গিয়ে ৭ ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে। আর তৃতীয় দফায় আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্ট দিয়ে পাকিস্তান সফর শেষ করবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়