শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদের জমি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা!

ইত্তেফাক : কামরুজ্জামান তার সহযোগীরা মসজিদের প্রধান ফটকসহ সীমানা প্রাচীর ভেঙ্গে নিজ দখলে নিয়ে দোকান নির্মাণের প্রস্তুতি নেয়। ছবি: ইত্তেফাক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম বাজার জামে মসজিদের জমি দখল করে দোকান ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছেন এলাকার একটি প্রভাবশালী চক্র। এ ঘটনায় এলাকায় মুসল্লিদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। মসজিদের জমি রক্ষার দাবি জানিয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১২ নং বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম বাজারে স্থানীয় বাসিন্দা মরহুম আব্দুল আজিজ বিশ্বাস ৭ শতাংশ জমি দলিলমূলে দান করলে এলাকাবাসীর প্রচেষ্টায় একটি মসজিদ নির্মাণ করা হয়। দীর্ঘ ৩৮ বছর ধরে এলাকার মুসল্লিগণ সেখানে নামাজ আদায় করে আসছেন। সম্প্রতি মসজিদটিতে মুসল্লিদের জায়গা সংকুলান না হওয়ায় এলাকাবাসীর সহায়তায় মসজিদ কমিটি মসজিদটি দ্বিতল করার সিদ্ধান্ত নেন। এমন খবর পেয়ে ওই এলাকার বাসিন্দা কামরুজ্জামান তার সহযোগীদের নিয়ে মসজিদের প্রধান ফটকসহ সীমানা প্রাচীর ভেঙ্গে নিজ দখলে নিয়ে দোকান নির্মাণের প্রস্তুতি নেয়।

মসজিদ কমিটি ও এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ জানালেও কামরুজ্জামান তাদের তোয়াক্কা না করে দোকান ঘর তৈরি চেষ্টা করে আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়।

মসজিদের জমি দখল বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান জানান, ওই জমি তার পিতা দান করেছিল বিধায় তিনি সামনের অংশে দোকানঘর নির্মাণ করতে চাচ্ছেন।

মসজিদের জমি দখলের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবু আফফান বিশ্বাস জানান, কামরুজ্জামান ও তার সহযোগীরা এলাকার মানুষের মধ্যে আতংক সৃষ্টি করে নানা কুকর্ম করে আসছে। মসজিদের জমি দখলের বিষয়টি নিয়ে এলাকার মুসল্লিদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এছাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে আদালতে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, মসজিদের জমির দলিল দেখে সীমানা নির্ধারণ করে দেবার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। যদি কেউ মসজিদের জায়গা দখল করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়