শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, সূত্রাপুর ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩ ও ১০। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, রোববার দুপুরে ব্যাটালিয়নের সিপিএসসি কোম্পানি কমান্ডার উপ পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল গেন্ডারিয়ার নারিন্দা এলাকায় অভিযান চালায়। এ সময় ৭২ ক্যান বিয়ার, ১ টি প্রাইভেট কার, ৪টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৭০০ টাকাসহ মং মারমা (৪০) ও রেজাউল করিম (৩৪) নামের দুই জনকে আটক করা হয়।

শনিবার রাতে সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিয়ান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোনসহ মো. সাগর (২৫) নামের এক জনকে আটক করে।
একইদিন সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল সূত্রাপুরের ফরাশগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ৩১৪ পিস ইয়াবা, ২টি মোবাইল এবং নগদ ২১ হাজার ৭৭০ টাকাসহ মো. ইউসুফ আকন্দ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া রাতে হাজারীবাগের জিগাতলা এলাকা থেকে মো. ইউসুফ আহমেদ সজল ওরফে রাজা নামের এক জনকে ৩০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৮১০ টাকাসহ আটক করেছে একই ব্যাটালিয়ন।
এদিকে শনিবার কেরানীগঞ্জের পূর্ব মান্দাইল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ কুলসুম বেগম (৩৫) নামের একজন নারীকে আটক করেছে র‌্যাব-৩ এর একটি দল। তার বাসার খাটের নিচে তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৩ জানিয়েছে, আটক নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে নিজ বাসায় গাঁজা মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়