শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, সূত্রাপুর ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩ ও ১০। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, রোববার দুপুরে ব্যাটালিয়নের সিপিএসসি কোম্পানি কমান্ডার উপ পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল গেন্ডারিয়ার নারিন্দা এলাকায় অভিযান চালায়। এ সময় ৭২ ক্যান বিয়ার, ১ টি প্রাইভেট কার, ৪টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৭০০ টাকাসহ মং মারমা (৪০) ও রেজাউল করিম (৩৪) নামের দুই জনকে আটক করা হয়।

শনিবার রাতে সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে একটি দল উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিয়ান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ১ টি মোবাইল ফোনসহ মো. সাগর (২৫) নামের এক জনকে আটক করে।
একইদিন সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল সূত্রাপুরের ফরাশগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ৩১৪ পিস ইয়াবা, ২টি মোবাইল এবং নগদ ২১ হাজার ৭৭০ টাকাসহ মো. ইউসুফ আকন্দ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া রাতে হাজারীবাগের জিগাতলা এলাকা থেকে মো. ইউসুফ আহমেদ সজল ওরফে রাজা নামের এক জনকে ৩০ পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৮১০ টাকাসহ আটক করেছে একই ব্যাটালিয়ন।
এদিকে শনিবার কেরানীগঞ্জের পূর্ব মান্দাইল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ কুলসুম বেগম (৩৫) নামের একজন নারীকে আটক করেছে র‌্যাব-৩ এর একটি দল। তার বাসার খাটের নিচে তল্লাশি করে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৩ জানিয়েছে, আটক নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে নিজ বাসায় গাঁজা মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়