নিজস্ব প্রতিবেদক : ৩০তম জাতীয় নারী হ্যান্ডবলকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষভাবে আয়োজন করা হয়েছে।বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং এক্সমি ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। আগামীকাল সোমবার প্রথম সেমিফাইনালে সকাল ১০টায় মুখোমুখি বাংলাদেশ আনসার ও নওগাঁ জেলা। আর দুপুর ১২টায় দ্বিতীয় সেমিতে বিজেএমসি খেলবে জামালপুর জেলার বিরুদ্ধে ।
টুর্নামেন্টে আজ মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৫-১২ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ১৪-০৮ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারায়।
বাংলাদেশ আনসার ৩৬-১২ গোলে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজেএমসি ৩৬-০২ গোলে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩০-০৩ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২২-০৫ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।