শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

রাজু চৌধুরী, চট্টগ্রাম : কাটাকাটির জেরে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় কলেজে অবস্থানরত ছাত্রছাত্রীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়। তবে সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, এই ঘটনার আগেও দুই গ্রুপের মধ্যে বৃহস্পতিবার একবার হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জেরেই আবারও এই সংঘর্ষ।
কলেজ সূত্রে আরও জানা যায়, দলীয় কোন্দল ও চট্টগ্রাম কলেজে ১০ তলা ভবনের চলমান কাজের বিরোধ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বিরোধ দেখা দেয়। সেই সূত্রেই দুই গ্রুপের মধ্যে বারংবার সংঘর্ষের ঘটনা ঘটছে।

যদিও ভিন্ন কথা বলছেন প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিয়াজ চৌধুরী বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে চট্টগ্রাম কলেজে মিছিল না করার বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দু’গ্রুপের সঙ্গে থানা পুলিশের বৈঠক চলছিল। দুপুর ১২টার পরই বৈঠক চলাকালীন সময়ে দু’গ্রুপের কথা কাটাকাটি মধ্যেই মারামারি শুরু হয়।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরী বলেন, পারস্পরিক তর্কবিতর্ক হয়েছে। সারাক্ষণ পুলিশ ছিল, আমরাও ছিলাম। এটা তেমন কিছু না। আমরা মিটাতে পারছি। যথেষ্ট পুলিশ ফোর্স ছিল, তাদের আলাদা করে দিয়ে চলে যেতে বলা হয়েছে। বড় কোনো ঝামেলা হয়নি। সম্পদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়