শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘টিকিট দিতে ১০ কোটি টাকা চাইছেন কেজরিওয়াল’, চাঞ্চল্যকর অভিযোগ বিধায়কের

রাশিদ রিয়াজ : কয়েকদিন বাদেই হতে চলেছে দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি সু্প্রিমো অরবিন্দ কেজরিওয়ালের নামে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তাঁরই দলের সদ্য প্রাক্তন বিধায়ক। আজ আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেন আদর্শ শাস্ত্রী নামে ওই ব্যক্তি। তারপরই প্রাক্তন দলের প্রধানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্বারকার ওই বিদায়ী বিধায়ক অভিযোগ করেন, ‘দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দলীয় টিকিট বিক্রি করছেন অরবিন্দ কেজরিওয়াল। কেউ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁর কাছে গেলে তিনি ১০ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত দাবি করছেন। তাই বাধ্য হয়ে দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলাম।’

যদিও আপ সূত্রে জানা গিয়েছে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শের নামে অনেক অভিযোগ ছিল। তাই আগামী ৮ ফেব্রুয়ারি হতে চলা বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। তাঁর বদলে ওখানে টিকিট দেওয়া হয় বিনয় মিশ্রকে। এরপরই কংগ্রেস যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আদর্শ। আর সেখানে যোগ দেওয়ার পর প্রাক্তন দলের প্রধানের নামে মিথ্যে অভিযোগ করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, লালবাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ আপের জাতীয় মুখপাত্রের দায়িত্বে থাকার পাশাপাশি বিদেশ সংক্রান্ত বিভাগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবার দিল্লির প্রদেশ কংগ্রেস অফিসে এসে রাজ্য সভাপতি সুভাষ চোপড়া ও এআইসিসি নেতা পিসি চাকোর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন। আর তারপরই অরবিন্দ কেজরিওয়াল বিধায়কের টিকিটের বিনিময়ে টাকা চাইছেন বলে অভিযোগ জানালেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়