শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘টিকিট দিতে ১০ কোটি টাকা চাইছেন কেজরিওয়াল’, চাঞ্চল্যকর অভিযোগ বিধায়কের

রাশিদ রিয়াজ : কয়েকদিন বাদেই হতে চলেছে দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি সু্প্রিমো অরবিন্দ কেজরিওয়ালের নামে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তাঁরই দলের সদ্য প্রাক্তন বিধায়ক। আজ আপ ছেড়ে কংগ্রেসে যোগ দেন আদর্শ শাস্ত্রী নামে ওই ব্যক্তি। তারপরই প্রাক্তন দলের প্রধানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্বারকার ওই বিদায়ী বিধায়ক অভিযোগ করেন, ‘দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দলীয় টিকিট বিক্রি করছেন অরবিন্দ কেজরিওয়াল। কেউ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁর কাছে গেলে তিনি ১০ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত দাবি করছেন। তাই বাধ্য হয়ে দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলাম।’

যদিও আপ সূত্রে জানা গিয়েছে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শের নামে অনেক অভিযোগ ছিল। তাই আগামী ৮ ফেব্রুয়ারি হতে চলা বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। তাঁর বদলে ওখানে টিকিট দেওয়া হয় বিনয় মিশ্রকে। এরপরই কংগ্রেস যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আদর্শ। আর সেখানে যোগ দেওয়ার পর প্রাক্তন দলের প্রধানের নামে মিথ্যে অভিযোগ করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, লালবাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ আপের জাতীয় মুখপাত্রের দায়িত্বে থাকার পাশাপাশি বিদেশ সংক্রান্ত বিভাগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শনিবার দিল্লির প্রদেশ কংগ্রেস অফিসে এসে রাজ্য সভাপতি সুভাষ চোপড়া ও এআইসিসি নেতা পিসি চাকোর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন। আর তারপরই অরবিন্দ কেজরিওয়াল বিধায়কের টিকিটের বিনিময়ে টাকা চাইছেন বলে অভিযোগ জানালেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়