ইয়াসিন আরাফাত : লেবাননের রাজনৈতিক ও আর্থিক ব্যবস্থায় পরিবর্তন আনার দাবিতে গত কয়েক মাস ধরে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা গতকাল মিছিল নিয়ে রাজধানী বৈরুতের শহীদ স্কয়ারে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। আলজাজিরা
দেশটির অভ্যন্তরীণ সুরক্ষা বাহিনী এক টুইটারে বলেছে, ‘সংসদের প্রবেশমুখে পুলিশদের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘাত চলছে। আমরা প্রতিবাদকারীদের তাদের সুরক্ষার জন্য এই স্থান থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছি।’
বিক্ষোভকারীরা বলেছে, ‘আমাদের বিরুদ্ধে যত বেশি সহিংসতা ব্যবহার করা হবে ততই আমরা বিপ্লবী হব।’ এসময় তারা নেতৃত্বের পরিবর্তন না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব