শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসেলসকেও বড় ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বুরুন্ডি

রাকিব উদ্দীন :  বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ ম্যাচে শনিবার সন্ধ্যায় সিসেলসকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে পশ্চিম আফ্রিকান দেশ বুরুন্ডি। গ্রুপ ‘বি’ থেকে ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টটির নকআউট পর্ব নিশ্চিত করেছে বুরুন্ডি। ম্যাচে বুরুন্ডির হয়ে জোড়া গোল করেন আমিসি তাম্বে। অপর গোলটি আসে জসপিন সিমিরিমানার পা থেকে। সিসেলসের হয়ে স্বান্তনাসূচক গোলটি পান পেরি মোনাই।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে বুরুন্ডিকে চেপে ধরে সিসিলি। ২৬ মিনিটে পেরি মোনাইয়ের গোলে এগিয়ে যায় দলটি। স্টান এসথেরের সহায়তায় বুরুন্ডির জালে বল জড়ান পেরি মোনাই। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে দুদল।

বিরতির পর খেলতে নেমে অঘটন ঘটায় বুরুন্ডি। ৫৪ মিনিটে জস্পিন সিরিমানার গোলে সমতায় ফিরে দেশটি। ৬ মিনিট পর ব্লানচার্ড গাবোনজিজার সহায়তায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় আমিসি তাম্বে। এর ঠিক ১ মিনিটের মাথায় জস্পিন সিরিমানার সহাতয়ায় দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুন করেন আমিসি তাম্বে। শেষ মুহূর্তে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুন্ডি। আগের ম্যাচে মরিশাসকে ৪-১ গোলে হারিয়েছিলো এই বুরুন্ডি।

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে কাল মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। এই গ্রুপ থেকে টানা দুটি জয়ে শেষ চার নিশ্চিত করেছে ফিলিস্তিন। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দু’দলই হেরেছিলো যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের কাছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়