শিরোনাম
◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা?

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো ব্যক্তিগতক শতক ছাড়াই অস্ট্রেলিয়াকে ৩৪১ রানের লক্ষ্য দিলো ভারত

আক্তারুজ্জামান : সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আাজ ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে এ ম্যাচে ভারতের লক্ষ্য সিরিজের সমতায় ফেরা। সেই লক্ষ্যে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৩৪১ রান।

ভাতের হয়ে ৩৪০ রানের স্কোর গড়লেও কেউ শতরানের কোটা ছুতে পারেননি। সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ৫২ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন লোকেশ রাহুল। দলনায়ক বিরাট কোহলি ফেরেন ৭৮ রান করে। এছাড়া রোহিত শর্মা ৪২ ও  জাদেজা অপরাজিত ২০ রানের ইনিংস খেলেন।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩টি উইকেট নেন অ্যডাম জাম্পা। দুটি উইকেটের দেখা পান কেন রিচার্ডসন। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সরা আজ কোনো উইকেটের দেখা পাননি। স্টার্ক তো আজ ১০ ওভারে ৭৮ রান দিয়েছেন।

আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে স্মিথ-ওয়ার্নারদের। সেই লক্ষ্যে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অ্যারন ফিঞ্চ।রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট একাডেমিতে দুপুর দুইটায় শুরু হয়েছে ম্যাচটি। অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও দুটি পরিবর্তন এনেছে ভারত।

ঋষভ পন্ত ইনজুরিতে থাকায় একাদশে সুযোগ পেয়েছেন মনিশ পান্ডে এবং শার্দুল ঠাকুরের বদলী ডাক পেয়েছেন নবদ্বীপ সাইনি। পন্ত না থাকায় ভারতের উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন লোকেশ রাহুল।

ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রবীন্দ্র জাদেজা, নবদ্বীপ সাইনি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুশ্চানে, স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক. কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়