শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উমর গুল বললেন, সব ফরম্যাটে জিতবে পাকিস্তান, তবে টি-টোয়েন্টি সিরিজে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : তিন ধাপে পাকিস্তানে গিয়ে সে দেশে বিরুদ্ধে দুই টেস্ট, এক ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৪-২৭ জানুয়ারি ৩ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। এরপর ৭-১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডির মাঠে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ। তৃতীয় ধাপে এপ্রিলে ফের পাকিস্তান সফরে গিয়ে করাচিতে বাকি টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলতে যাবে টাইগাররা।

এই সিরিজকে সামনে রেখে অনুশীলন সারছে বাংলাদেশ। বসে নেই পাকিস্তানের ক্রিকেটাররাও। অনুশীলনের পাশাপাশি ইতোমধ্যে কথার লড়াইও শুরু করে দিয়েছেন পাকিস্তানি খেলোয়াড়রা। এরই মধ্যে দীর্ঘদিন পাকিস্তানের জাতীয় দলের বাইরে থাকা পেসার উমর গুল ভবিষ্যৎবাণী করে বসেছেন, বাংলাদেশের বিপক্ষে তিন সিরিজেই জিতবে পাকিস্তান।

তবে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এমন সাবধানবাণীও মিসবাহ-উল-হকের শিষ্যদের দিয়ে দিলেন ৩৫ বছর বয়সী তারকা।

নিজের দলকে যে কেউ এগিয়ে রাখবে সেটাই স্বাভাবিক। তেমন জায়গা থেকে গুল বলেন, সব ফরম্যাটেই পাকিস্তান অনেক ভালো দল। তবে সংক্ষিপ্ত সংস্করণে যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমি নিশ্চিত, বাংলাদেশ এমনটা আগে অনেকবার দেখিয়েছে। তারা পাকিস্তানের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। পাকিস্তানকে আত্মতুষ্টিতে ভোগা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, যাই হোক শক্তি-সামর্থ্যে পাকিস্তান এগিয়ে এবং তারা ঘরের মাঠে খেলার সুবিধা পাবে। আমার কোনো সন্দেহ নেই যে, বাংলাদেশের বিপক্ষে তিন সিরিজেই জিতবে পাকিস্তান।

উমর গুলকে শেষবার পাকিস্তানের জার্সিতে দেখা গেছে ২০১৬ সালে। এক সময় এই ৩৫ বছর বয়সী পেসারের হাত ধরে অনেক জয় পেয়েছে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়