সুজন কৈরী : রাজধানীর শাহআলীর দিয়াবাড়ী ফলের আড়তে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৪। আটককৃতরা হলেন- মো. ফরিদুল তরফদার (১৯) ও মো. নাজিত (১৮)।
র্যাব-৪ এর মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ বলেন, অভিযানকালে ফেন্সিডিল বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। এছাড়া আটকদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে প্রায়ই লোক চক্ষুর অন্তরালে পিকআপের মধ্যে টমেটো ও বড়ইয়ের প্লাস্টিকের ক্যারেটে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় ডিলারদের কাছে বিক্রি করেন।