শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুজুর আর বাউলের তর্ক চলুক কোনো সভাপতি ছাড়াই

 

ফারুক ওয়াসিফ : অবশ্যই আমি শরীয়ত বয়াতির মুক্তি চাই। তা চাওয়ার আগে যে আইনে তাকে আটক করা হয়েছে সেই আইনের বাতিল চাই এবং অবশ্যই আমি ধর্ম বনাম প্রগতি, মারেফত বনাম শরিয়তের ফ্যাকড়ায় নিজেকে বা আর কাউকে ফেলতে চাই না। এটা রাষ্ট্র বনাম ব্যক্তির অধিকারের মামলা, এখানে ধর্মের বিষয়াদি টানাটানি করে কোনো লাভ নেই। বরং ক্ষতিই বেশি। আমরা নিজস্ব মহলে অনেক কথা বলি, যেগুলো ভিন পাবলিকের কাছে বলি না। এখন আপনি আমার নিজস্ব মহলে বলা কথা, পছন্দের পাবলিকের মধ্যে করা মন্তব্যকে ভিডিও করে ছেড়ে দিলেন এবং আমি যেগুলো যাদের সামনে বলতে চাইতাম না সেগুলো তাদের সামনে হাজির হলো এবং তারা অপমানিত বোধ করলো। তারপর তারা মামলা করে রাষ্ট্রপক্ষকে সুযোগ করে দিলো উভয়পক্ষের নাকে দড়ি বাঁধার। এখানে দোষী কি আমি, নাকি ওই মিডিয়াম এবং রাষ্ট্রের হাত? এজন্যই বোধহয় মার্শাল ম্যাকলুহান বলেছিলেন, ‘মিডিয়াম এজ দি মেসেজ’। মিডিয়ামের কারণে মেসেজর অর্থ বদলে যায়।

বাউল-বয়াতিরা নিজেদের সমাজে অনেক যুক্তিতর্ক করেন। গ্রাম সমাজের মানুষ সেসবে ভাবনার আর বিনোদনের খোরাক পান। হুজুরেরাও অনেক কথা বলেন, সেসবেও ভাবনা ও বিনোদন দুই-ই থাকে। ওইসব বয়ান সভায় বক্তা আর শ্রোতা মোটামুটি একই চেতনার লোক বলে কেউ কারও কথায় তেমন মাইন্ড করে না। আবার শরিয়ত-মারেফত তর্কের দীর্ঘ সিলসিলাও আমাদের ঐতিহ্য। এটা গ্রাম সমাজের নিজস্ব বুদ্ধিবৃত্তিক ডায়ালেকটিসের পার্ট। হুজুর আর বাউলের তর্ক চলুক কোনো সভাপতি ছাড়াই। আগে তৃতীয় পক্ষ হিসেবে রাষ্ট্র এসবে নাক গলাতো না বা সে রকম নজরদারির ভিডিও প্রযুক্তি এবং আটককারী আইন না থাকায় সমস্যা বিবাদ বাড়তে পারতো না। তারাকান্দার বয়ান শুনে নিউইয়র্কনিবাসী বুদ্ধিজীবী খেপে উঠতো না।

রাষ্ট্রপক্ষও কখনো হুজুরপক্ষে কখনো চেতনাপক্ষে দাঁড়িয়ে ডিভাইড অ্যান্ড রুলের খেলার মতো ধড়িবাজি কমই করতো। তাই ব্যাপার এতো বাড়তো না। তাই আগে থেকে এঁকে রাখা হাডুডু খেলার কোর্টের এইপারে গান আর ওইপারে ধর্মকে ফেলে খেলার বল্টু হইয়েন না।

ঘটনা জট পাকালো যে আইনের কারণে সেই আইন বাতিল করাই আসল কথা। আর ডিজিটাল প্রযুক্তির কারণেই সাধারণ কথাবার্তা ও ছবি যে অসাধারণ ভজঘট পাকাচ্ছে, সে বিষয়ে হুঁশ আনা প্রয়োজন। মিডিয়ামকে বিশ্বাস করে মানুষকে ঠকায়েন না। তা মিথিলার ভিডিও হোক বা হোক শরিয়ত সরকারের বাহাস। নিজেদের মতো মানুষের জমায়েতে বলা কথাকে ভিডিও করে ছড়িয়ে দিয়ে দোষী সাব্যস্ত করার এই ডিজিটাল ফাঁদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন আজকাল আমাদের কথা, মেলামেশা, ভাষা ও নিরাপত্তাকে বদলে দিয়েছে। মিডিয়ামের কারণে মানুষকে বিপদে ফেলবেন না মাহামান্য রাষ্ট্র এবং সহমত ভাইয়েরা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়