শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি’র কার্যক্রমে অংশ নিতে পারবে না ২৯০ পরীক্ষক

বাংলাদেশ জার্নাল : যশোর শিক্ষাবোর্ডের অধীনে আগামি ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার কোন কার্যক্রমে অংশ নিতে পারবেন না ২৯০ জন পরীক্ষক। তাদের শাস্তিস্বরূপ পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত রাখা হবে। এর মধ্যে এসএসসির ১৩১ জন ও জেএসসির ১৫৯ জন পরীক্ষক। এমন তথ্য জানালেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, গত বছর (২০১৯ সাল) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এপ্রিল মাসের শেষের দিকে। তাতে ২৫ হাজার ২শ শিক্ষার্থী তাদের কাঙ্খিত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত হয়। তারা খাতা পুনঃনিরীক্ষার জন্য শিক্ষাবোর্ডে আবেদন করে। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বোর্ড কর্তৃপক্ষ ১৩১ জন পরীক্ষার্থীর আগে প্রকাশ করা ফলাফল পরিবর্তন করে ফলাফল প্রকাশ করে। এতে অনেক শিক্ষার্থী কাঙ্খিত ফলাফল পায়। এর মধ্যে ৩০ জন ফেল করা শিক্ষার্থী পাস করে। ফলে খাতা দেখায় ভুল করা ১৩১ জন পরীক্ষকের তালিকা করে শিক্ষাবোর্ডের পরীক্ষা শাখা।

একই সালে জেএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করে ১০ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী। অভিজ্ঞ পরীক্ষক দিয়ে আবেদনকারী শিক্ষার্থীর খাতা পুনঃনিরীক্ষা করা হলে ১৫৯ জনের ফলাফল পরিবর্তন হয়। এ পুনঃনিরীক্ষায়ও ফেল করা ৫৪ জন শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পায় ৮৩ জন। এখানেও বোর্ডের পরীক্ষা শাখা থেকে খাতা দেখায় ভুল করা ১৫৯ জন পরীক্ষকের তালিকা করা হয়।

বোর্ডের শৃংঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শাস্তিস্বরূপ এসব পরীক্ষকদের চলতি বছরের এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে বিরত রাখা হবে।

এ ব্যাপারে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার খাতা দেখতে দেয়ার সময় পরীক্ষকদের নিয়ে মিটিং করা হয়। সেখানে বলা হয় নির্ভুলভাবে খাতা দেখার জন্য। এতে কোন ভুল হলে মেনে নেয়া হবে না। তারপরও ২৯০ জন পরীক্ষক খাতা দেখায় বড় ভুল করেন। খাতা পুনঃনিরীক্ষায় সেটা ধরা পড়ে। এ কারণে এসব পরীক্ষকদের শাস্তিস্বরূপ চলতি বছরে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার সকল কর্মকান্ড থেকে বিরত রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়