শিরোনাম
◈ গাজা থেকে সিডনি; যখন ইসরায়েল বিশ্বের ইহুদিদের জীবন কেড়ে নেয়! ◈ বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে কী ঘটেছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  ◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহীকে ফাইনালে নিলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস রিপোর্ট: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠলো রাজশাহী রয়্যাালস। আন্দ্রে রাসেলের অতিমানবীয় ইনিংসে ২ উইকেটের জয় পায় তারা।

বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে রাজশাহী। দুই ওপেনার ফিরে যান মাত্র ১৪ রানে। এরপর ইরফান শুক্করের ৪৫ রান ছাড়া আর কেউই সেভাবে দাড়াতে পারেননি। তবে দায়িত্ব একাই কাঁধে তুলে নেন অধিনায়ক আন্দ্রে রাসেল। স্বভাবসুলভ ঝড় তুলে দলকে জয় এনে দেন।

এর আগে ক্রিস গেইল ঝড়ে রাজশাহীর বিপক্ষে বড় স্কোর দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বন্দরনগরীর দল।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু হয়নি চট্টগ্রামের। শুরুতে বিদায় নেন ওপেনার জিয়াউর রহমান। ১২ বলে ৬ রান করে আউট হন তিনি। তার বিদায়ে শুরু হয় গেইল ঝড়। খেলেন ২৪ বলে ৬০ রানের টর্নেডো ইনিংস।

এদিকে, শুরু থেকে বিপিএলে ভালো করতে থাকা ইমরুল কায়েসও আজ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ৭ বলে ৪ রান করেন এই বাঁ-হাতি। এরইমাঝে ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। তার বিদায়ে শুরু হয় উইকেট ঝড়। ফিরে যান ওয়ালটন, নুরুল হাসান রায়াদ এমরিট। শেষ দিকে গুনারান্তের ঝড়ে লড়াইয়ের পুঁজি পায় বন্দরনগরীর দল।

স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬৪-৯ (ওভার ২০)
জিয়াউর রহমান ৬ (১২)
ক্রিস গেইল ৬০ (২৪)
ইমরুল কায়েস ৫ (৭)
মাহমুদুল্লাহ রিয়াদ ৩৩ (১৮)
চাঁদউইক ওয়ালটন ৫ (১১)
নুরুল হাসান ০ (২)
আসলে গুনারান্তে ৩১ (২৫)
রুবেল হোসাইন ০ (২)
নাসুম আহমেদ ০ (২)
মেহেদী হাসান রানা ০* (১)

বোলার:
মোহাম্মদ ইরফান ৪-১-১৬-২
আবু জায়েদ রাহী ১-০-১৬-০
শোয়েব মালিক ১-০-১৮-০
কামরুল ইসলাম ২-০-১৬-০
আন্দ্রে রাসেল ৪-০-৩৫-১
মোহাম্মদ নাওয়াজ ৪-১-১৩-২
আফিফ হোসেন ১-০-২০-১
অলক কপালি ৩-০-১৯-১

রাজশাহী রয়্যালস
লিটন দাস ৬ (৬)
আফিফ হোসেন ২ (৪)
ইরফান সুক্কুর ৪৫ (৪২)
অলক কাপালি ৯ (১১)
শোয়েব মালিক ১৪ (২২)
আন্দ্রে রাসেল
মোহাম্মদ নওয়াজ ১৪ (৫)
ফরহাদ রেজা ৬ (৩)
কামরুল ইসলাম রাব্বি ০ (১)
আবু জায়েদ

বোলার
মেহেদী হাসান
রুবেল হোসেন ৪-০-৩২-২
এমরিত ৪-০-৪১-২
নাসুম আহমেদ ২-০-১১-০
মাহমুদুল্লাহ ১-০-১০-১
জিয়াউর রহমান ৪-০-১৬-১

 

সূত্র: সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়