শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা, ২৪ জনের নামে মামলা, আটক ৫

নিউজ ডেস্ক : রংপুর জেলার,লালপুর উপজেলার মনিহারপুর গ্রামের ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা। ২৪ জনের নামে মামলা দায়ের ও ৫ জনকে আটকরেছে পুলিশ।

আরজেত আলীর ছেলে সুমন (১৯) একই গ্রামের সাজাহান আলীর অষ্টম শ্রেণির ছাত্রী বৈশাখীকে গত ৬ মাস ধরে উত্ত্যক্ত করে আসছিলো। সোমবার বিকালে ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় সুমন তার হাত ধরে টানা হেঁচড়া করে। এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে সুমনকে শাসন করে স্কুলছাত্রীর বাবা সাজাহান আলী ও স্কুলছাত্রীর ভাই তুষার (২২)।

স্কুলছাত্রীর ভাই তুষার বলেন, দুপুরের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় মনিহারপুর বাজার থেকে আমার বাবা বাড়ি ফেরার সময় ভোলার মোড়ে তাকে মারধর করে সুমনসহ তার লোকজন। এ খবর পেয়ে আমি ও আমার মামা নাজমুল হক (২৮) একটি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থলে যাই।

আমরা সেখানে পৌঁছামাত্র সুমনের নেতৃত্বে-মিন্টু, পানা, রানা, সুলতান,সম্রাট, আরিফ, কামরুল, মিঠু ও নাজমুল এসে আমাদের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে এবং মামার দুই হাতের কবজিতে হাসুয়া দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা স্কুলছাত্রীর বাবা সাজাহান আলী ও মামা নাজমুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার কান্তা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাজমুল হককে হাসপাতালে নিয়ে আাসার পথে তিনি রাস্তায় মারা যান।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ২৪ জনের নামে মামলা দায়ের ও ৫ জন আসামিকে আটক করা হয়েছে । অনুলিখন : সানজীদা

  • সর্বশেষ
  • জনপ্রিয়