শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফর নিয়ে সমালোচনার কিছু নেই, দেশে ফিরে বললেন পাপন

শিউলী আক্তার : পাকিস্তান সফর নিয়ে জলঘোলা কম হয়নি। প্রথমে টি-টোয়েন্টি খেলার জন্য রাজি হওয়া। পরে একটি টেস্ট পাকিস্তানে আর একটি ম্যাচ ঢাকায় আয়োজন এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে বিগত দিনগুলোতে। অবশেষে দুবাই গিয়ে এই সমস্যার সমাধান করেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) দুই দেশের সভাপতি। তিন ভাগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। প্রথম রাজি নয়, পরে গিয়ে তিন ভাগে সিরিজ এই নিয়ে সমালোচনার কাঠগড়ায় উঠছে বিসিবি। কিন্তু দেশে ফিরে বিসিবির বস নাজমুল হাসান পাপন জানালেন, সমালোচনার কিছুই দেখছেন না তিনি।

পাপন বলেছেন, ‘আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করেছেন কেনো করছেন সেটা তারাই ভালো জানেন। বাড়তি ওয়ানডে খেলা না খেলা নিয়ে কথা হওয়ার কারণ দেখি না।পিসিবি সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে ওটা বাড়তি যোগ করেছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের সফর নিয়ে রাজি হওয়া কোনো কুটনৈতিক পরাজয় নয়, আমাদের সুবিদা মতো সূচী করেছে পিসিবি।’

এই সভায় পাকিস্তান সফর ছাড়াও আলোচনা হয় আসন্ন এশিয়া কাপ নিয়ে। সেটি আগামী সভায় আলোচনা করা হবে বলে জানান পাপন।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচটি নতুন সংযোজন। ২৪- ২৭ জানুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। পরে দেশে ফিরে আবার পাকিস্তান সফরে গিয়ে ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়