শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফর নিয়ে সমালোচনার কিছু নেই, দেশে ফিরে বললেন পাপন

শিউলী আক্তার : পাকিস্তান সফর নিয়ে জলঘোলা কম হয়নি। প্রথমে টি-টোয়েন্টি খেলার জন্য রাজি হওয়া। পরে একটি টেস্ট পাকিস্তানে আর একটি ম্যাচ ঢাকায় আয়োজন এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে বিগত দিনগুলোতে। অবশেষে দুবাই গিয়ে এই সমস্যার সমাধান করেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) দুই দেশের সভাপতি। তিন ভাগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। প্রথম রাজি নয়, পরে গিয়ে তিন ভাগে সিরিজ এই নিয়ে সমালোচনার কাঠগড়ায় উঠছে বিসিবি। কিন্তু দেশে ফিরে বিসিবির বস নাজমুল হাসান পাপন জানালেন, সমালোচনার কিছুই দেখছেন না তিনি।

পাপন বলেছেন, ‘আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করেছেন কেনো করছেন সেটা তারাই ভালো জানেন। বাড়তি ওয়ানডে খেলা না খেলা নিয়ে কথা হওয়ার কারণ দেখি না।পিসিবি সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে ওটা বাড়তি যোগ করেছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের সফর নিয়ে রাজি হওয়া কোনো কুটনৈতিক পরাজয় নয়, আমাদের সুবিদা মতো সূচী করেছে পিসিবি।’

এই সভায় পাকিস্তান সফর ছাড়াও আলোচনা হয় আসন্ন এশিয়া কাপ নিয়ে। সেটি আগামী সভায় আলোচনা করা হবে বলে জানান পাপন।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচটি নতুন সংযোজন। ২৪- ২৭ জানুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। পরে দেশে ফিরে আবার পাকিস্তান সফরে গিয়ে ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়