শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফর নিয়ে সমালোচনার কিছু নেই, দেশে ফিরে বললেন পাপন

শিউলী আক্তার : পাকিস্তান সফর নিয়ে জলঘোলা কম হয়নি। প্রথমে টি-টোয়েন্টি খেলার জন্য রাজি হওয়া। পরে একটি টেস্ট পাকিস্তানে আর একটি ম্যাচ ঢাকায় আয়োজন এই নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে বিগত দিনগুলোতে। অবশেষে দুবাই গিয়ে এই সমস্যার সমাধান করেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) দুই দেশের সভাপতি। তিন ভাগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। প্রথম রাজি নয়, পরে গিয়ে তিন ভাগে সিরিজ এই নিয়ে সমালোচনার কাঠগড়ায় উঠছে বিসিবি। কিন্তু দেশে ফিরে বিসিবির বস নাজমুল হাসান পাপন জানালেন, সমালোচনার কিছুই দেখছেন না তিনি।

পাপন বলেছেন, ‘আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করেছেন কেনো করছেন সেটা তারাই ভালো জানেন। বাড়তি ওয়ানডে খেলা না খেলা নিয়ে কথা হওয়ার কারণ দেখি না।পিসিবি সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে ওটা বাড়তি যোগ করেছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের সফর নিয়ে রাজি হওয়া কোনো কুটনৈতিক পরাজয় নয়, আমাদের সুবিদা মতো সূচী করেছে পিসিবি।’

এই সভায় পাকিস্তান সফর ছাড়াও আলোচনা হয় আসন্ন এশিয়া কাপ নিয়ে। সেটি আগামী সভায় আলোচনা করা হবে বলে জানান পাপন।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচটি নতুন সংযোজন। ২৪- ২৭ জানুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। পরে দেশে ফিরে আবার পাকিস্তান সফরে গিয়ে ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়