শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঁজিবাজারে ধসের নেপথ্যে কারসাজি, জরুরি বৈঠক ২০ জানুয়ারি

মাজহারুল ইসলাম : সিকিউরিটিজ এন্ড স্টক এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতিতে কী করণীয়, হঠাৎ করে তা বলা সহজ নয়। কী করলে এমন পরিস্থিতির উন্নতি হবে বা হতে পারে, তা জানা থাকলে সংশ্লিষ্টরা নিশ্চয়ই উদ্যোগ নিতেন। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় বলা যায়, যেসব কারণে বাজারের বর্তমান সংকট তৈরি হয়েছে, তার অন্যতম হলো তারল্যের অভাব। সমকাল, মানবজমিন, ইনকিলাব

উল্লেখ্য, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৩৬ পয়েন্টে। যা গত ৪ বছর ৭ মাসের মধ্যে সর্বনি¤œ। একটানা পতনের ফলে গত ২ বছরের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১,১৫,০০০ কোটি টাকা। পথে বসে গেছেন অনেক বিনিয়োগকারী।

এই প্রেক্ষাপটে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বাজারে তারল্য প্রবাহ বাড়ানো এখন গুরুত্বপূর্ণ। এজন্য মুদ্রাবাজার থেকে শেয়ার বাজারে অর্থপ্রবাহ বাড়ানোর উদ্যোগ দরকার। মুদ্রাবাজারেও যাতে পর্যাপ্ত তারল্য বিরাজ করে, সে পরিস্থিতি সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ দরকার। তবে অর্থপ্রবাহ বাড়ানোই শেষ কথা নয়, বিনিয়োগকারীদের আস্থা ফেরানোও জরুরি। এর জন্য শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করতে হবে।

ফারুক আহমেদ বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও বিভিন্ন উদ্যোগের সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। বাজারে হরহামেশা কারসাজি হচ্ছে। কোনও রকম কারসাজি যাতে না হয়, তার জন্য কঠোর উদ্যোগ দরকার। এক কথায়, অনিয়ম বন্ধ করতে হবে। সন্দেহজনক মনে হলে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। দৈনন্দিন লেনদেনেও গভীর পর্যালোচনা দরকার, যাতে বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থার ওপর আস্থাশীল হতে পারেন। বিনিয়োগকারীদের আস্থা বাড়লেই উন্নতি হবে পুঁজিবাজারের।

তিনি বলেন, এ ছাড়াও আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। শেয়ারবাজারে ইতোমধ্যে অনেক সন্দেহজনক কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। এসব কোম্পানির তালিকাভুক্তি বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোম্পানি তালিকাভুক্ত না হতে পারে, সে ধরনের পদক্ষেপ নিতে হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়