জেরিন : টালি পাড়ায় এখন চলছে দেব-রুক্মিনি বিয়ের গুঞ্জন। অবশ্য এটাকে গুঞ্জন বলা চলেনা। কারণ দেব নিজেই বিয়ের কার্ড পোস্ট করেছেন ইনস্ট্রাগ্রামে। আর তখনই বিষয়টি ভাইরাল হয়ে যায়। সব কিছু পেছনে ফেলে আলোচনার কেন্দ্রে চলে আসে এই তারকা যুগলের বিয়ে।
সোমবার রাতে দেব তার ইনস্ট্রাগ্রামে অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে লেখা, শুভ বিবাহ। ক্যাপশনে এ অভিনেতা লিখেছেন অন্য কেউ ফাঁস করার আগেই......। আশা করি, আপনাদের আর্শীবাদ থাকবে।’ তারপরই প্রশ্ন উঠেছে এবার কি সত্যি বিয়ে করছেন দেব-রুক্সিনি।
এদিকে অনেকে প্রশ্ন তুলেছেন এটি দেবের নতুন কোনো সিনেমার স্টান্ট কিনা। কারণ বরাবরই চমক দিতে পছন্দ করেন অভিনেতা দেব। এ নিয়ে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। অনেকে আবার দেবকে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার প্রিয় নায়কের বিয়ের খবরে মন ভেঙেছে অনেক নারী ভক্তের।
চিত্রনায়ক দেবের হাত ধরে সিনেমায় পা রাখেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিনি মৈত্র। চলচ্চিত্রে অভিষেকের আগে থেকেই দেবের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। যদিও প্রেম-বিয়ে নিয়ে পরিষ্কার কথা বলেননি এই যুগল।
এর আগে রুক্মিনি বলেছিলেন, ‘দেব এবং আমি খুব ভালো বন্ধু। সময়, দূরত্ব অথবা কোনো ব্যক্তি আমাদের এ সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। দেবও সেটি ভালোভাবেই জানে।’