আসিফ কাজল : কুষ্টিয়া, কুমারখালী, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা ও যশোরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন বলেন, উত্তর বঙ্গে ভারী ঘন কুয়াশা বৃষ্টির মতো পড়ছে। সূর্যের আলো না থাকায় ঠাণ্ডা জেকে বসেছে। যে কারণে শীতের অনুভূতি প্রকট হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের আকাশ মেঘলাসহ সারাদেশের তাপমাত্রা প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীর সর্বোনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৭ ডিগ্রী সেলসিয়াস।