নিজস্ব প্রতিবেদক : রংপুর রেঞ্জার্সের হয়ে এবার প্রথমবারের মতো বিপিএল মাতিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। পরবর্তীতে ডাকলে আবারো আসবেন বলে জানিয়েছেন এ তারকা ক্রিকেটার।
আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকা প্লাটুনকে ১১ রানে হারিয়েছে ওয়াটসনের দল। ম্যাচ শেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াটসন আবারো বিপিএল খেলার কথা জানিয়ে বলেন, ‘যদি আমাকে আবারো আসার প্রস্তাব দেয়া হয়, অবশ্যই আসব। বাংলাদেশে আমার অনেক সুখস্মৃতি রয়েছে। আর বাংলাদেশের মানুষ আমাদের সব সময়ই অসাধারণ লাগে। আমাকে বলা হলে আমি আবারো আসব।’
বিপিএলে এসেই নিজের নেতৃত্বগুণ দেখিয়েছেন তিনি। ওয়াটসন দলের সঙ্গে যোগ দেয়ার আগে চলমান বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে ছিল রংপুর। প্রথম ৫ ম্যাচে মাত্র একটিতে জয় পায় দলটি। ওয়াটসনের নেতৃত্বে পরের সাত ম্যাচের ৪টিতে জয় পায় রংপুর।