শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রীর সঙ্গে নিজ মেয়ে ধর্ষণেরও বিচার চাইলেন স্বপন মামা (ভিডিও)

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক মজনুকে গ্রেপ্তার করা হলেও ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মজনুর সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে যোগ দেন টিএসসির পরিচিত মুখ চা বিক্রেতা স্বপন মামা। ডেইলি ক্যাম্পাস

মানববন্ধনে তাকে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে। এসময় স্বপন মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ তার প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চান। বিচার চেয়ে দেয়া বক্তব্যের মাঝে তিনি কেঁদে ফেলেন। শিক্ষার্থীদের সাথে মানবন্ধনে অংশ নেয়া জলিল ওরফে স্বপন মামার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাবি শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি স্বপন মামার একটি ছবি এবং ভিডিও তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন ‘এটাই আপনার, আমার বাংলাদেশ। যেখানে একজন বাবাকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মেয়ে ধর্ষণের বিচার চাইতে হয়! আমাদের কোনোদিন ক্ষমা কইরেন না স্বপন মামা!’

প্রসঙ্গত গত বছরের ২৯ সেপ্টেম্বর স্বপন মামার প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের বাচ্চু মিয়া (৭০) ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ওইদিনই অভিযুক্তসহ তার দুই ভাই বাহার ও আক্কাসকে আসামি করে মামলা করার পর বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর ছয় মাস পর অভিযোগপত্র জমা দেয়া হয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আসামিকে ২৭ নভেম্বর জামিন দিয়ে দেন। এরপর আসামিপক্ষের লোকজন স্বপন, তার ছেলে রনি এবং চাচাতো ভাইকে আসামি করে প্রথমে মাদকের ও ডাকাতির মামলা করে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়