শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ছাত্রীর সঙ্গে নিজ মেয়ে ধর্ষণেরও বিচার চাইলেন স্বপন মামা (ভিডিও)

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক মজনুকে গ্রেপ্তার করা হলেও ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। মজনুর সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছে। সেই মানববন্ধনে যোগ দেন টিএসসির পরিচিত মুখ চা বিক্রেতা স্বপন মামা। ডেইলি ক্যাম্পাস

মানববন্ধনে তাকে প্ল্যাকার্ড হাতে দেখা গেছে। এসময় স্বপন মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ তার প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চান। বিচার চেয়ে দেয়া বক্তব্যের মাঝে তিনি কেঁদে ফেলেন। শিক্ষার্থীদের সাথে মানবন্ধনে অংশ নেয়া জলিল ওরফে স্বপন মামার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাবি শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি স্বপন মামার একটি ছবি এবং ভিডিও তার ফেসবুকে শেয়ার করে লিখেছেন ‘এটাই আপনার, আমার বাংলাদেশ। যেখানে একজন বাবাকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মেয়ে ধর্ষণের বিচার চাইতে হয়! আমাদের কোনোদিন ক্ষমা কইরেন না স্বপন মামা!’

প্রসঙ্গত গত বছরের ২৯ সেপ্টেম্বর স্বপন মামার প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের বাচ্চু মিয়া (৭০) ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। ওইদিনই অভিযুক্তসহ তার দুই ভাই বাহার ও আক্কাসকে আসামি করে মামলা করার পর বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর ছয় মাস পর অভিযোগপত্র জমা দেয়া হয়। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল আসামিকে ২৭ নভেম্বর জামিন দিয়ে দেন। এরপর আসামিপক্ষের লোকজন স্বপন, তার ছেলে রনি এবং চাচাতো ভাইকে আসামি করে প্রথমে মাদকের ও ডাকাতির মামলা করে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়