অপেল মাহমুদ: বুধবার রাতে বাগদাদে দু’টি রকেট হামলা চালায় ইরান। বাগদাদের গ্রিন জোন সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত। এখানে আমেরিকা সহ বিভিন্ন দেশের দুতাবাস অবস্থিত। রয়র্টাস
ইরাকের সেনার এক কমান্ডার জানিয়েছেন, গ্রিন জোনে দু'টি কাতিউশার রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় কেউ হতাহত হয়নি। কারা কোথা থেকে এই রকেট নিক্ষেপ করেছে তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তিনি।
মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস এই ঘটনাটি নিশ্চিত করে এক টুইট করে জানান, ‘‘৮ জানুয়ারি রাত ১১.৪৫ মিনিটে বাগদাদের ‘ইন্টারন্যাশনাল জোনে' ছোট রকেট নিক্ষিপ্ত হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। গত শুক্রবার বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলেমানি সহ আরও কয়েকজন । এরপরেই প্রতিশোধের হুমকি দিয়েছিল ইরান। তারপরই মঙ্গলবার রাতে ইরাকের দু'টি মার্কিন বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সম্পাদনা: সিরাজুল