মিনহাজুল আবেদীন : মা ও শিশুসহ নিরাপত্তাহীন অবস্থায় থাকেন ঢাকা শহরের অসংখ্য ভাসমান নারীরা। রাতের আধারে নানা ধরণের পাশবিক নির্যাতনের শিকার হয় তারা।
বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে সমাজ বিজ্ঞানী মাহবুব নাসরিন বলেন, ‘‘সরকারের পক্ষ থেকে দেয়া হয় না বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা। তাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকেই করতে হয়। পূর্নবাসন কেন্দ্র করলেও তা স্থায়ী হয় না বেশি দিন”।
তিনি বলেন, প্রতিনিয়ত অসংখ্য ছেলে-মেয়ে সবাই বিপদগ্রস্থ হচ্ছে। এর প্রতিকারের জন্য প্রয়োজন, রাষ্টের এবং সকল মানুষের এই সমস্থ মানুষের পাশে দাঁড়ানোর দরকার। মানুষকে সচেতন করতে হবে এবং পুলিশকে সঠিকভাবে কাজ করতে হবে।