মশিউর অর্ণব: ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরান যে হামলা চালিয়েছে সেটির তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ব্রিটেন এই হামলার নিন্দা জানাচ্ছে এবং এইসময়ে এরকম হামলা অত্যন্ত বেপরোয়া ও বিপদজনক। বিবিসি।
পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার এবং ক্ষয়ক্ষতিতে তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন। ডমিনিক রাব বলেন, ‘এ ধরনের বিপদজনক এবং বেপরোয়া হামলার পুনরাবৃত্তি না করতে আমরা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে যে কোন ধরনের যুদ্ধ ইসলামিক স্টেট (আইএস) এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকেই সুবিধা দিবে।’
উল্লেখ্য, ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় ৮০ জন নিহত হয়েছে।