মহসীন কবির: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মঙ্গলবার দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন। যমুনা টিভি
খালেদা জিয়াকে জামিন না দেয়া এবং সুচিকিৎসা নিশ্চিত না করার নিন্দাও জানান তিনি। এসময় ঐক্যফ্রন্ট নেতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আদালতে জমা দেয়া বিএনপি চেয়ারপারসনের মেডিকেল রিপোর্ট অসম্পূর্ণ। খালেদা জিয়াকে জামিন না দিয়ে বিচারপতিরা ভুল ও অনৈতিক কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ড. মঈন খান বলেছেন, জামিন পাওয়া বিএনপি চেয়ারপারসনের সাংবিধানিক অধিকার।